ধূপগুড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনা! মৃত ১, আহত ২
Dupuguri terrible road accident! 1 dead, 2 injured

The Truth Of Bengal : এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ১, গুরুতর আহত আরো ২। ঘটনাটি ঘটেছে ধুপগুড়ির অন্তর্গত মল্লিকশোভা এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা যায়, জলপাইগুড়ি জেলার অন্তর্গত ধুপগুড়ি মল্লিকশোভা সংলগ্ন এলাকায় সোমবার ঠাকুরপাট থেকে বাইকে করে তিনজন যুবক বাড়ি ফিরছিলেন। মল্লিক সভা এলাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাঁশ গাছে ধাক্কা মারে। ফলে বাইক থেকে তিনজনই ছিটকে পরেন রাস্তার ওপরে। এই ঘটনা দেখে স্থানীয়রা তৎক্ষণাৎ ঘটনাস্থলে দৌড়ে আসেন।
এরপর এলাকাবাসীরা দমকল কর্মী এবং পুলিশকে খবর দেয়। স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।। চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত এবং নিহতরা সকলেই ছিল পূর্ব মল্লিক পাড়ার বাসিন্দা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠিয়েছে। সম্পূর্ণ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারসহ গোটা এলাকায়।