একান্নবর্তী পরিবারের উদ্যোগে রক্তদান শিবির, রক্তদাতাদের পরিচয় জানলে অবাক হবেন
Blood donation camp organized by Ekannabarti family, you will be surprised to know the identity of the blood donors

The Truth Of Bengal, নদিয়া, মাধব দেবনাথ : পরিবারের লোকজন এবং তাদের আত্মীয়-স্বজন দিয়ে একটি রক্তদান শিবির সফলভাবে হতে পারে তা করে দেখালো নদীয়ার এক পরিবার। শান্তিপুর ব্লকের নবলা পঞ্চায়েতের অন্তর্গত ফুলিয়া ব্যাং গর্ত গ্রামের “ঘোষ পরিবার” আজ আয়োজন করেছিল রক্তদান শিবিরের। একান্নবর্তী পরিবারে যার সদস্য সংখ্যা বর্তমানে ৪২ জন। যার মধ্যে ৩৫ সদস্যই ভোটার। এই অঞ্চলে এই ঘোষ পরিবারের সুনাম ছড়িয়ে আছে। এই পরিবারের একদা সদস্য অজিত ঘোষের স্মৃতির উদ্দেশ্যেই পরিবারের তরফে এই রক্তদান শিবিরের আয়োজন। রক্তদাতা পরিবারের সদস্য এবং আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব। পরিবারের অন্যতম উদ্যোক্তা বিকাশ ঘোষের কথায় ৫০ জন এই শিবিরে রক্তদান করেছেন।
পরিবারের অপর সদস্য ও প্রয়াত অজিত ঘোষের ভাই অমর ঘোষ জানান, সামাজিক দায়বদ্ধতার তাগিদে এই আয়োজন। কলকাতার এক মেডিকেল কলেজ থেকে ভ্রাম্যমান গাড়ি নিয়ে রক্ত সংগ্রহ করতে এসেছেন কর্মীরা। তবে পরিবারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে অনেকেই।