WB Lok Sabha Election 2024: বারাসতের বিজেপি প্রার্থীর কনভয়ের গাড়ির ধাক্কা অটোয়, গুরুতর জখম চার যাত্রী
Barasat BJP candidate's convoy car hits auto, four passengers seriously injured

The truth Of Bnegal: বারাসতের বিজেপি প্রার্থীর কনভয়ের গাড়ি ধাক্কা মারল একটি যাত্রিবাহী অটোতে। দুর্ঘটনায় অটোর যাত্রীরা গুরুতর জখম হয়েছেন। ভোটের দিন গাড়ি নিয়ে এলাকায় ঘুরছিলেন বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। তাঁর সঙ্গে ঘুরছিল কেন্দ্রীয় বাহিনীর গাড়িও। বেড়াচাঁপা-হাড়োয়া রোডে দ্রুত গতিতে যাওয়া প্রার্থীর কনভয়ের একটি ধাক্কা মারে একটি অটোকে।
দুর্ঘটনায় তুবড়ে যায় অটোর সামনের অংশ। যাত্রীরাও সবাই ছিটকে পড়েন অটো থেকে। আহতদের মধ্যে প্রায় সবারই অবস্থা গুরুতর। আহতদের মধ্যে আছেন এক তরুণী এবং এক বৃদ্ধা-সহ তিন জন মহিলা এবং এক পুরুষ যাত্রী।
দেখা যায় এক পুরুষ যাত্রী অচেতন অবস্থায় পড়ে রয়েছেন রাস্তায়। তার কিছু দূরে রাস্তার পাশে পড়ে রয়েছেন এক প্রৌঢ়া এবং এক তরুণী। আহতদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এই দুর্ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়ায় এলাকায়। সাধারণ মানুষ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠেন।