দুপুর ১টা পর্যন্ত ১৮৯৯টি অভিযোগ, দ্রুত পদক্ষেপ কমিশনের
1899 complaints till 1 pm, fast action commission

The Truth of Bengal: সপ্তম তথা শেষ দফার দফা ভোটগ্রহণ চলছে। সকাল থেকে নানা জায়গায় কিছু অশান্তির ঘটনা ঘটেছে। দুপুর সাড়ে ১টা পর্যন্ত ১৮৯৯টি অভিযোগ জমা পড়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে। তার মধ্যে NGRS-এ অভিযোগ এসেছে ১৩০৬টি। C-VIGIL অ্যাপে অভিযোগ জমা পড়েছে ১২৮টি। CMS-এ অভিযোগ এসেছে ৪৬৫টি। সবগুলি অভিযোগ খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ করেছে কমিশন।
সপ্তম দফায় পশ্চিমবঙ্গে ৯ কেন্দ্রে ভোট হচ্ছে। ভোটগ্রহণ চলছে দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর আসনে। এই দফায় ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কুইক রেসপন্স টিম আছে ৭৮৮টি। এ ছাড়াও ৩৩,২৯২ জন পুলিশকর্মী মোতায়েন থাকছেন সপ্তম দফায়। সপ্তম দফার ভোটে ৯টি কেন্দ্রে মোট ভোটার এক কোটি ৬৩ লক্ষ ৪০ হাজার ৩৪৫ জন। মোট ১৭ হাজার ৪৭০টি বুথে ভোটগ্রহণ চলছে। তার মধ্যে স্পর্শকাতর বুথ আছে ৩,৭৪৮টি।
এদিন যে ৯ কেন্দ্রে ভোট হচ্ছে সেখানে প্রচুর স্পর্শকাতর বুথ আছে। ফলে কমিশন বাড়তি সতর্ক আছে এই দফায়। তা সত্ত্বেও শেষ দফার শুরু থেকেই অভিযোগের পাহাড় জমা হচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে। সবগুলি অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নিয়েছে কমিশন।