বিজপির অবস্থা আরও খারাপ, ২০৩ আসনও পাবে না, নতুন ভবিষ্যদ্বাণী যোগেন্দ্র যাদবের
203 won't even get seats, Yogendra Yadav's new prediction

The Truth of Bengal: প্রথমে যা বলেছিলেন এখন তার থেকে আরও কম আসন পেতে পারে বিজেপি। নতুন ভবিষ্যদ্বাণী করেছেন সংখ্যাতত্ত্ববিদ তথা রাজনৈতিক কর্মী যোগেন্দ্র যাদব। প্রথমে তিনি বলেছিলেন বিজেপি খুব বেশি হলে ২৪০-২৫০ আসন পেতে পারে। এবার তাঁর বক্তব্য, বিজেপি ২৩০টি আসনও পাবে না। যোগেন্দ্র যাদবের এই নয়া ভবিষ্যদ্বাণী তুলে ধরে কংগ্রেস নেতা শশী থারুর সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছে, ‘এই ভবিষ্যদ্বাণী সত্যি হলে আগামী দিনে বেশ মজাদার সময় আসতে চলেছে। এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পাবে না।‘
বিজেপি দাবি করছে, এবারও তারা ক্ষমতা ফিরে পাবে। একক শক্তিতে তারা সরকার গঠনের মতো জায়গায় আসবে। যদিও বিজেপির দাবি উড়িয়ে বিরোধী শিবির থেকে বলা হচ্ছে, এবার ক্ষমতায় ফিরছে না গেরুয়া শিবির। বৃহস্পতিবার শেষ বেলার প্রচারে জোরের সঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এবার ক্ষমতায় ফিরছে না বিজেপি। ভোট বিশেষজ্ঞরাও নিজেদের মতো করে বিশ্লেষণ করছেন। তাতে দেখা যাচ্ছে বেশিরভাগ বিশেষজ্ঞ বলছেন বিজেপির এবার ক্ষমতায় ফেরা কঠিন।
জাতীয়স্তরে সংখ্যাতত্ত্ববিদ হিসেবে বড় নাম যোগেন্দ্র যাদব। যিনি শুরু থেকেই থেকেই দাবি করে আসছেন বিজেপির ফর এবার অভাবনীয় খারাপ হবে বলে। কমবে বিজেপির আসন সংখ্যা। প্রথমে তিনি বলেছিলে বিজেপির আসন কমলেও ক্ষমতায় ফিরতে পারে এনডিএ। তবে এখন পরিবর্তিত পরিস্থিতিতে তাঁর দাবি, বিজেপি ২৩০টি আসনও পাবে না। বিজেপির জোটসঙ্গীরাও বেশি আসন পাবে না। যোগেন্দ্র যাদব কংগ্রেসকে এগিয়ে রেখেছেন অনেকটাই। এবার হাত শিবির আগের বারের হেকে দ্বিগুণ আসন পেতে পারে বলে জানিয়েছেন তিনি।