বিনোদন

Kareena Kapoor Khan: রণবীর’কে তীব্র এবং আলিয়া’কে গোলাপের মতো বললেন করিনা! ছাড়লেন না কর্ণ এবং করিশ্মা’কেও!

Kareena Kapoor Khan: Actress called Ranbir intense and Alia like a rose! She Also Talked About Karan and Karisma!

The Truth Of Bengal:  আপনি তাঁকে ভালোবাসুন কিংবা তাঁকে ঘৃণা করুন, কিন্তু আপনি কখনোই বেবো’কে ইগনোর করতে পারবেন না। তাঁর প্রাণবন্ত ব্যক্তিত্ব প্রতিটি স্থানকে আলোকিত করে যেখানে করিনা প্রবেশ করে। বি-টাউনের প্রায় সকলেই তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবং কাপুর কিংবা খানদের সাথে সম্পর্ক তাঁর সবসময়ই ভালো। যদিও কিছুজন আছেন যাদের সঙ্গে বেবো’র বহু পুরনো সম্পর্ক, কিংবা এককালীন প্রেম ছিল বলা যেতেই পারে। তাদের দিকে বেবো ঘুরেও তাকান না।

কিছুদিন আগেই করিনা তাঁর দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছিলেন, যদি আলিয়া, রণবীর, করিশ্মা, কিংবা কর্ণ জোহর কোনও মানুষ না হয়ে সুগন্ধি কিংবা পারফিউম হতেন তবে তাদের কেমন fragrance হত!

প্রথমেই তিনি বলেন আলিয়ার কথা। তিনি আলিয়া’কে গোলাপের ফ্রেগন্যান্সের (fragrance ) সঙ্গে তুলনা করে বলেন, “আমি আলিয়াকে গোলাপ বলব। কারণ এটি ওয়ান অব দ্য বেস্ট এবং আলিয়াকে দেখতেও গোলাপের মতো।” এরপর তাঁকে রণবীর কাপুর’কে তুলনা করতে বলা হলে বেবো বলেন, “আমি খুব তীব্র মনে করি, অনেকটা আঁতরের মতো, তাই খুব তীব্র গন্ধের মতো।” রণবীর এবং আলিয়ার পর তাঁকে প্রিয় বন্ধু কর্ণ জোহরের কথা জিজ্ঞেস করা হলে করিনা বলেন, “কর্ণ আমার প্রিয় ফুল লিলির মতো গন্ধ হবে। যে কোন সাদা ফুল, কারণ এটা আমার প্রিয় ফুল।” অবশেষে তাঁকে যখন তার বোন করিশ্মা কাপুর’কে কোনও ফ্রেগন্যান্স এর সঙ্গে তুলনা করতে বলা হয়। তার সম্পর্কে বলতে গিয়ে, বেবো বলেন, “করিশ্মা সবসময়ই আমার কাছে থাকার মতো একটা মানুষ, আমার সানশাইন গার্ল। তাই, আমি ওরেঞ্জ সূর্যমুখীর মত বলব ওকে।” কিছুদিন আগে দুই অভিনেত্রী আলিয়া এবং করিনা কাপুর খান’কে কর্ণ জোহরের ‘কফি উইথ করণ’এ সিজন ৮ এর চার নম্বর এপিশোডে একসঙ্গে অতিথি হিসেবে আসতে দেখা গিয়েছিল। সেখানে দুজনে স্বামীদের অন্যান্য অভিনেত্রীদের সঙ্গে সিনেমায় করা ঘনিষ্ঠ মুহূর্ত প্রসঙ্গে নানান মন্তব্যও করেন। যার বেশ কিছু ক্লিপিং ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতেও।

Related Articles