মসনদের লড়াই

Success Story : জিগস পাজল সমাধানে বিশ্বরেকর্ড, জঙ্গলমহলের খুদে সংস্থিতা এখন বিখ্যাত

Success Story : World record in solving jigsaw puzzle, Jangalmahal small organization is now famous

The Truth Of Bengal : মাত্র পনেরো মিনিটে ১০৮ পিস জিগস পাজলে পুরো বিশ্বের মানচিত্র সমাধান করে ফেলতে পারে। এত কম সময়ে এত অল্প বয়সে এই কীর্তি তাকে বিশ্বরেকর্ডে জায়গা করে দিল। ঝাড়গ্রাম ওয়েস্ট এন্ড হাইস্কুলের ক্লাস ওয়ান এর ছাত্রী সংস্থিতা পাইন এখন আলোচনার কেন্দ্রে। খুদে মেয়ের সাফল্যে বাবা-মায়ের পাশাপাশি খুশি পরিবার পরিজন সহ গোটা এলাকা।

অসম্ভবকে সম্ভব করার অনেক নজির রয়েছে। তবে থাকতে হয় বাড়তি ইচ্ছাশক্তি আর চেষ্টা। বড়রা যে কাজ সহজে পারবে না, সেই অবলীয়ায় করে দেখাল জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় বাস খুদে মেয়ে সংস্থিতা পাইন। কীর্তি গড়ে নিজের নাম তুলতে পেরেছে বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ। সংস্থিতা মাত্র পনেরো মিনিটে ১০৮ পিস জিগস পাজলে পুরো বিশ্বের মানচিত্র সমাধান করে ফেলতে পারে। এত কম সময়ে অল্প বয়সে এই কীর্তি তাকে বিশ্বরেকর্ডে জায়গা করে দিল। ঝাড়গ্রাম ওয়েস্ট এন্ড হাইস্কুলের ক্লাস ওয়ান এর ছাত্রী সংস্থিতা। এত অল্প বয়সে সেই এমন কাজ করতে পেরেছে অদম্য চেষ্টা ও জেদের ফলে। সংস্থিতার বাবা সত্যজিৎ মাহাতো পেশায় স্বাস্থ্যকর্মী ও মা ঝুমা পাইন অঙ্গন‌ওয়াড়ি কর্মী। খুদে মেয়ের সাফল্যে বাবা-মায়ের পাশাপাশি খুশি পরিবার পরিজন সহ গোটা এলাকা। শুধু ওয়াল্ড বুক অফ রেকর্ডস নয়, এর পাশাপাশি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, ইন্টারন্যাশনাল সহ এশিয়া বুক অফ রেকর্ডস-এও নাম তুলতে পেরেছে সংস্থিতা।

সংস্থিতার বাবা ইন্টারনেটে মেয়ের প্রতিভা তিনি তুলে আবেদন জানিয়েছিলেন গত ২৪ শেষ এপ্রিল। সমস্ত তথ্য খতিয়ে দেখার পর গত ১০ মে ই-মেল মারফত তাদের জানানো হয়, তাঁর মেয়ের এই প্রতিভার জন্য ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস-এ নাম উঠেছে। ২৮ মে কুরিয়ারের মাধ্যমে স্বীকৃতি এসে পৌঁছেছে বাড়িতে। খুশি গোটা পরিবার। খুদে বয়সে এমন খ্যাতি অর্জন করে এখন বিখ্যাত হয়ে গিয়েছে সংস্থিতা।

Related Articles