দেশ

ভারতীয় মহাকাশচারীদের প্রশিক্ষণ দেবে আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা

NASA will traind Indian astronauts

The Truth of Bengal,Mou Basu: সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরই আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে যাবেন ভারতীয় মহাকাশচারীরা। যৌথ মহাকাশ অভিযান হবে। ভারতীয় মহাকাশচারীদের প্রশিক্ষণ দেবে আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। সম্প্রতি ভারতে নিযুক্ত কূটনীতিক এরিক গারেত্তি একথা জানান।ইউএস-ইন্ডিয়া কমার্শিয়াল স্পেস কনফারেন্সে নিজের বক্তব্য রাখতে গিয়ে মার্কিন কূটনীতিক এরিক গারেত্তি জানান, নাসা ভারতীয় মহাকাশচারীদের আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে সুষ্ঠু ভাবে পাঠানোর ও থাকার প্রশিক্ষণ দেবে।

আশাকরি এবছরই বা পরের বছরের গোড়ার দিকে হবে এই যৌথ মহাকাশ অভিযান। শিগগিরই আমরা ইসরোর সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে মহাকাশে পাঠাব নিসার (NISAR) নামে কৃত্রিম উপগ্রহ। নাসা ও ইসরোর তরফে যৌথ ভাবে মহাকাশে পাঠানো হবে এই নিসার নামে কৃত্রিম উপগ্রহকে।বেঙ্গালুরুতে বসেছিল ইউএস-ইন্ডিয়া কমার্শিয়াল স্পেস কনফারেন্সের আসর। ভারত ও আমেরিকার শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা ছাড়াও অনুষ্ঠানে হাজির ছিলেন ইসরো চেয়ারম্যান এস সোমনাথ। এছাড়াও নাসা ও ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) এর আধিকারিকরা হাজির ছিলেন।

Related Articles