রিঙ্কু কে ফের সুযোগ মেলার আশ্বাস দিয়েছেন রোহিত
Rohit assured to give Rinku another chance

The Truth Of Bengal: আইপিএল নতুন খেলোয়ার তৈরি করে। তৈরি করেছিল রিঙ্কু সিংকে। কেকেআরের জার্সিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রিঙ্কু। তার পরেই তিনি জাতীয় দলের জার্সি পরার দাবিদার হয়ে উঠেছিলেন। জাতীয় দলের জার্সি পড়ে এর আগে খেলেছেন। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষেত্রে যে দল ঘোষণা করেছে বোর্ড , সেই দলে ১৫ জনের সদস্য তালিকায় ঠাঁই হয়নি রিঙ্কুর । রিজার্ভ তালিকায় রয়েছেন ।
ভারতের হয়ে এখনও পর্যন্ত ১১টা টি-২০ ইনিংস খেলেছেন তিনি। করেছেন ৩৫৬ রান। স্ট্রাইক রেট ১৭৬.২৪।তবুও এবার তার ঠাঁই না হ্ওয়ায় বেশ হতাশ রিঙ্কু । এবার টিম কেকেআর আইপিএল জেতার পর রিঙ্কু সিং এক সাক্ষাৎকারে বলেন সুযোগ না পাওয়াই স্বাভাবিকভাবেই তিনি ভীষণ হতাশ । এটা তার একদম হাতে নেই , সেকারণে এটা নিয়ে ভাবতে তিনি রাজি নন। যা হয়েছে নিঃসন্দেহে ভালো হয়েছে বলেই তার মত। এরপর তিনি বলেন ভারত অধিনায়কের সঙ্গে এ কথা হয়েছে। যখন আইপিএলে কেকেআর এবং মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের জন্য একসঙ্গে হয়েছিল তখন রোহিতের সঙ্গে এ বিষয়ে তিনি আলোচনা করেন। রিঙ্কু বলেন রোহিত বিশেষ কিছু বলেনি ।
তবে দু বছর পর আবার রয়েছে বিশ্বকাপ তাই এ বিষয়ে বেশি ভাবতে বারণ করেছেন। রোহিত শর্মা নেতৃত্বে বেশি খেলার অভিজ্ঞতা না থাকলেও রোহিত শর্মা তাকে সাহায্য করেছেন বলেই রিঙ্কু জানিয়েছেন। রোহিত তরুণদেরকে অনেক সাহায্য করে । ব্যাট বলে দুনিয়ায় পরিচিত মুখ উঠবেন বলে ছোট থেকে নানান রকম পরিশ্রম করেছেন রিঙ্কু। সেই সফলতা তিনি পেয়েছেন। তার একাগ্রতা নিষ্ঠা পরিশ্রমের ফলে কেকেআরের দৌলতে আলোড়ন ফেলেছিলেন ২৭ বছর বয়সী এই তরুণ। তবে বেশ কয়েকটা ম্যাচ জাতীয় দলের জার্সিতে খেললেও এবার ১৫ জনের দলে সুযোগ না হওয়ায় হতাশ রিঙ্কু , অপেক্ষায় থাকবেন জাতীয় দলের জার্সি পরার ।