মসনদের লড়াই

শেষ দফায় কেন্দ্রীয় বাহিনী ৯৬৭ কোম্পানি, ভাগ্য নির্ধারণ হবে মোট ৭১ জন প্রার্থীর

In the last round of Central Army 967 companies, the fate of a total of 71 candidates will be decided

The Truth Of Bengal : সপ্তম তথা শেষ দফায় নিরাপত্তার দায়িত্বে থাকছে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ৩৩ হাজার ২৯২ জন রাজ্য পুলিশ। এই দফায় ভাগ্য নির্ধারণ হবে মোট ৭১ জন প্রার্থীর। সবচেয়ে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে দমদম, যাদবপুর ও দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে। দশজন করে প্রার্থী এই তিন কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামী ১ জুন সপ্তম তথা শেষ দফার নির্বাচন। রাজ্যের ৯টি লোকসভা কেন্দ্রে ওই দিন নির্বাচন হবে। ভাগ্য নির্ধারণ হবে মোট ৭১ জন প্রার্থীর। এই ন’টি লোকসভা কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে দমদম, যাদবপুর ও দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে। এই তিন কেন্দ্রে প্রার্থীর সংখ্যা দশজন করে। সবচেয়ে কম প্রার্থী রয়েছে জয়নগর কেন্দ্রে। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। সপ্তম দফায় মোট ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন থাকছে। রাজ্য পুলিশের সংখ্যা থাকছে ৩৩হাজার ২৯২ জন। এই দফায় সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে কলকাতা পুলিশ জেলায়। সেখানে ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। বারুইপুর পুলিশ জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে ১৬০ কোম্পানি। ১১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বসিরহাট পুলিশ জেলায়। সুন্দরবন পুলিশ জেলায় কেন্দ্রীয় বাহিনী থাকবে ১১৪ কোম্পানি।

ডায়মন্ড হারবার পুলিশ জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে ১১০ কোম্পানি। ৮১ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন থাকছে বারাসাত এবং ব্যারাকপুর পুলিশ জেলায়। বিধাননগর পুলিশ জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে ৫৯ কোম্পানি। রাজ্য পুলিশের ক্ষেত্রেও কলকাতা পুলিশ জেলায় সবচেয়ে বেশি পুলিশ কর্মী থাকবে নিরাপত্তার দায়িত্বে। মোট ১৩১২ জন পুলিশ মোতায়েন থাকবে ওইদিন নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে। নির্বাচন কমিশনের লক্ষ্য অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করা। অশান্তি মোকাবিলায় অন্যান্য দফার মত প্রস্তুত রাখা হবে কিউআরটি টিম। কমিশনের আশা প্রথম ছয় দফার মত সপ্তম দফাতেও শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে রাজ্যের বাকি কেন্দ্রগুলিতে।

Related Articles