বিনোদন

DEV: ভোট মিটতেই আসছে দেবের ‘টেক্কা’! প্রস্তুতি নিয়ে কি বলছেন পর্দার বাঘাযতীন?

DEV: A new film by Dev, named 'Tekka' coming after election

The Truth Of Bengal: লোকসভা ভোট প্রায় শেষের পথে। এই লোকসভা ভোটে ঘাটালের মূল কেন্দ্রবিন্দু ছিলেন সুপারস্টার দেব। ঘাটালের ভোট গ্রহণ পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে। আর ভোট শেষ হতেই সুপারস্টার ফিরেছে ‘টেক্কা’ দিতে।

ভোট নিয়ে চূড়ান্ত ব্যস্ততায় ছিলেন পর্দার বাঘাযতীন। সেই ব্যস্ততার বেশ কিছু ঝলকে ভরে উঠেছে তারকার সোশ্যাল মিডিয়া। কিন্তু রবিবার তার ব্যতিক্রম দেখা যায়। নায়কের মেজাজে নিজের ছবি পোস্ট করেছেন তিনি। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালিত ‘টেক্কা’ সিনেমায় অভিনয় করবেন দেব। ২০২৩ এর ২৫শে ডিসেম্বরে ‘টেক্কা’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ্যে এনেছিলেন ছবির পরিচালক। রবিবার দেব নিজের লুক শেয়ার করলেন। সিনেমাতে একেবারে গ্ল্যাম লুকে দেখা যাবে তাকে। এলোমেলো চুল ও বিরক্তিবোধের তীক্ষ্ণ চাহনি নিয়ে তাকিয়ে আছেন অভিনেতা। পরনে সাধারন শার্ট।

 

View this post on Instagram

 

A post shared by Srijit Mukherji (@srijitmukherji)

শোনা যাচ্ছে, ২০২৪ এর পুজোতেই মুক্তি পেতে চলেছে এই ছবি। ছবিতে থাকছে স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র। সুত্রের খবর, পরমব্রত চট্টোপাধ্যায়কেও দেখা যাবে এই সিনেমায়। সঙ্গীতের দায়িত্বে থাকবেন অনুপম রায়। তবে পোস্টারের ফার্স্ট লুক থ্রিলারের আভাস দিয়েছিল।

Related Articles