বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় ভারতের দীপ্তি
India shines with gold medal win at World Para Athletics Championships

The Truth Of Bengal: ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধা, অসম্ভবই বাধা নয়। তা আরও একবার মনের জোরে প্রমাণ করলেন ভারতীয় অ্যাথলিট দীপ্তি জীবনজী। বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছেন তিনি।
বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মহিলাদের ৪০০ মিটার দৌড়ে ৫৫.০৭ সেকেন্ডে বিশ্ব রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন ভারতীয় অ্যাথলিট দীপ্তি জীবনজি। তিনিই প্রথম ভারতীয় যিনি বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ট্র্যাক্ট ইভেন্টে সোনা জিতলেন।
দীপ্তি আমেরিকার ব্রায়ানা ক্লার্কের ৫৫.১২ সেকেন্ডের রেকর্ড ভেঙেছেন, যা গতবছর তৈরি হয়েছিল। তুরস্কের অ্যাসাইল ওন্ডার ৫৫.১৯ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন, অন্যদিকে ইকুয়েডরের লিজানসেলা অ্যাঙ্গুলো ৫৬.৬৮ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন।তেলেঙ্গানার ওয়ারাঙ্গল জেলায় দরিদ্র দিনমজুরের ঘরে জন্ম বছর ২০-র দীপ্তির। তিনি সোমবার বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মেয়েদের ৪০০ মিটার টি-টোয়েন্টি ক্যাটাগরিতে ৫৫.০৭ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন।
আসন্ন প্যারিস প্যারালিম্পিক্সের জন্যও যোগ্যতা অর্জন করেছেন তিনি। টি-টোয়েন্টি বিভাগটি এমন ক্রীড়াবিদদের জন্য যারা বৌদ্ধিকভাবে দুর্বল। দীপ্তির কোচ নাগপুরী রমেশ বলেছেন, “দীপ্তির বাবা-মা দিনমজুর ছিলেন এবং তাঁরা পরিবারের ভরণপোষণ জোগাতে হিমশিম খেতেন। এছাড়া মানসিকভাবে দুর্বল মেয়ের বিয়ে দেওয়া যাবে না বলে গ্রামবাসীদের কাছ থেকে ক্রমাগত কটুক্তিও শুনতে হয়েছে তাঁদের। এত বাধা সত্ত্বেও হার মানেননি দীপ্তি।’