দেশ

মানহানির মামলায় দোষী সাব্যস্ত মেধা, জেল-জরিমানা হতে পারে

Conviction in defamation case can lead to merit, jail-fine

The Truth Of Bengal :  নর্মদা বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাতা মেধা পাটকর দোষী সাব্যস্ত হলেন।মানহানির মামলায় দোষী সাব্যস্ত হলেন সমাজকর্মী।তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন দিল্লির লেফটেন্যান্ট গর্ভনর ভিকেসাক্সেনা। সেই মামলায় দিল্লির মেট্রোপলিটল মেজিস্ট্রেট রাঘব শর্মা,তাঁকে দোষী সাব্যস্ত করেন।যারজন্য পাটকরের ২বছরের জেল-জরিমানা দুই হতে পারে বলে আইনজীবীরা আশঙ্কা করছেন।জানা গেছে,২০০৬সালে এই মামলা রুজু হয়েছিল।সেই মামলার রায়দান করতে গিয়ে বিচারপতি মনে করিয়ে দেন,সম্মান হল যেকোনও ব্যক্তির সর্বোচ্চ মূল্যবান বিষয়।সম্মান বজায় রেখেই ব্যক্তিগত ও পেশাদারী জীবনে সবাইকে চলতে হয়।সামাজিক ক্ষেত্রে এর প্রভাব রয়েছে।

২০০০ সাল থেকে এই মামলায় আইনি লড়াই চলছিল ভিকে সাক্সেনা ও মেধা পাটেকরের   মধ্যে। নর্মদা বাঁচাও আন্দোলনের   বিরুদ্ধে বিজ্ঞাপণ প্রকাশের জন্য সাক্সেনার বিরুদ্ধেও মামলা দায়ের করেন মেধা। অন্যদিকে, দুটি মানহানি মামলা দায়ের করেন তৎকালীন আহমেদাবাদের এনজিও ন্যাশনাল কাউন্সিল ফর সিভিল লিবার্টিসের প্রধান ভিকে সাক্সেনা  । তারই একটি মামলায় এদিন মেধাকে দোষী সাব্যস্ত করেন বিচারক রাঘব শর্মা। আদালতের তরফে জানানো হয়, ‘কাউকে ভিতু , দেশদ্রোহী, হাওয়ালা লেনদেনের সঙ্গে জড়িত বলা শুধু মানহানিকর নয়, জনমানসে তাঁর বিরুদ্ধে নেতিবাচক ধারণা তৈরি করে।’এখন এই বিষয়ে আদালতে মেধা পাটকরের কী শাস্তি হয় তাই লক্ষ্যণীয়।