ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন ২০২৪-এর খুঁটিনাটি দেখুন এক নজরে
Check the details of sixth phase of Lok Sabha Elections 2024 at a glance

The Truth Of Bengal : আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা আর তারপরেই রয়েছে বাংলার ৮ টি হাইভোল্টেজ কেন্দ্রে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণের পর্ব। রাত পোহালেই ভোট রয়েছে বাংলার ৮টি হটস্পটে। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন কেন্দ্রে ভোট রয়েছে এবং সেখানে কত স্পর্শকাতর বুথ রয়েছে:
পুরুলিয়া: মোট ভোটকেন্দ্র: ১৯০৩, স্পর্শকাতর বুথ: ৩৫০, মোট ভোটার: ১৮,২৩,১২০
বাঁকুড়া: মোট ভোটকেন্দ্র: ১৯৪৫, স্পর্শকাতর বুথ: ২০১, মোট ভোটার: ১৭,৮০,৫৮০
বিষ্ণুপুর: মোট ভোটকেন্দ্র: ১৮৯০, স্পর্শকাতর বুথ: ৩২৩, মোট ভোটার: ১৭,৫৪,২৬৮
ঝাড়গ্রাম: মোট ভোটকেন্দ্র: ২০১৮, স্পর্শকাতর বুথ: ২৯৭, মোট ভোটার: ১৭,৭৯,৭৯৪
মেদিনীপুর: মোট ভোটকেন্দ্র: ১৯৪৫, স্পর্শকাতর বুথ: ৩১৩, মোট ভোটার: ১৮,১১,২৪৩
কাঁথি: মোট ভোটকেন্দ্র: ১৮৭৬, স্পর্শকাতর বুথ: ৫০১, মোট ভোটার: ১৭,৯৪,৫৩৭
তমলুক: মোট ভোটকেন্দ্র: ১৯২৮, স্পর্শকাতর বুথ: ৩৭৩, মোট ভোটার: ১৮,৫০,৭৪১
ঘাটাল: মোট ভোটকেন্দ্র: ২০৯৫, স্পর্শকাতর বুথ: ৩২০, মোট ভোটার: ১৯,৩৯,৯৪৫
হাইভোল্টেজ এই ৮টি কেন্দ্রে মোট ৭৯ জন হেভিওয়েট প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে যেখানে পুরুষ প্রার্থীর সংখ্যা রয়েছে ৭০টি এবং মহিলা প্রার্থীর সংখ্যা রয়েছে ৯টি। ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনে ৮টি কেন্দ্র মিলিয়ে মোট ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এছাড়া, মোতায়েন থাকবে ২৯,৪৬৮ জন রাজ্য পুলিশের আধিকারিকরাও। সব মিলিয়ে, ষষ্ঠ দফার নির্বাচনকে শান্তিপূর্ণভাবে করতেই তৎপর হয়েছে নির্বাচন কমিশন এবং প্রশাসন।