খেলা

কোচের দৌঁড়ে পন্টিংকে পছন্দ বোর্ডের! প্রস্তাব পেতেই পন্টিং নিলেন বড় সিদ্ধান্ত

The board likes Ponting in the coach's race! Ponting took a big decision when he got the offer

The Truth Of Bengal : ভারতীয় দলের হেড কোচ কে হবেন তা নিয়ে বেশ কয়েক দিন ধরে চলছে চর্চা। রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি খোঁজার চেষ্টা করছে বিসিসিআইও। এদিকে বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছিল হেড কোচ যারা হতে চান তারা ২৭ মে পর্যন্ত সুযোগ পাবেন আবেদন করার। তবে এবার রিকি পন্টিং এক সাক্ষাৎকারে জানালেন বিসিসিআইএর কাছ থেকে তিনি প্রস্তাব পেয়েছিলেন হেড কোচ হ্ওয়ারর। বিসিসিআই তাকে যে শর্ত দিয়েছে সেখানে ১০ মাস ভারতীয় দলের জন্য দেশে বিদেশে থাকতে হবে।

এই শর্ত তিনি মানতে পারছেন না বলে জানিয়ে দিয়েছেন বোর্ডকে। লোভনীয় প্রস্তাব পেলেও আপাতত তিনি যে যে পদে রয়েছেন সেই পদগুলো ছাড়তে চান না বলেই জানিয়েছেন। প্রথমত তিনি দিল্লি ক্যাপিটালসের হেড কোচ। তার পাশাপাশি ওয়াশিংটন ফ্রিডমের হেড কোচ পদে রয়েছেন। যে প্রস্তাব বি সি সি আইয়ের তরফ থেকে দেওয়া হয়েচিল তা তিনি মানছেন না । রাজি হননি । এই মুহূর্তে বিসিসিআই এমন একজন কাউকে চাইছে যার সঙ্গে ২০২৪ সালের জুলাই থেকে ২০২৭ সাল পর্যন্ত সম্পর্ক থাকবে। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের সঙ্গে রাহুল দ্রাবিড়ের দু’বছর চুক্তি ছিল। তারপর তার মেয়াদ বেড়ে দাঁড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

তবে এবার যাকে এই কোচের দায়িত্ব দেওয়া হবে তিনি আগামী ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের দায়িত্বে থাকবেন। এই দায়িত্ব নিতে চাইছেন না রিকি পন্টিং। ফলত নতুন কে দায়িত্ব নেবেন তা সময় বলবে।

 

 

Related Articles