রাজ্যের খবর

আজ উত্তর ২৪ পরগণায় জোড়া ভোট প্রচার মমতার

Mamata's double poll campaign in North 24 Parganas today

The Truth Of Bengal: দেখতে দেখতেই সোমবার ইতিমধ্যেই সম্পূর্ণ হল পঞ্চম দফার নির্বাচন। এবছরের নির্বাচনে যে বঙ্গ’কে পাখির চোখে রাখছে বিজেপি তা বলাইবাহুল্য। তবে সেখান থেকেই বাংলায় সিপিআইএম-বিজেপি-তৃণমূল কেউ কাউকেই এক চুল জায়গা ছাড়তে নারাজ। প্রচার চলছে জোর কদমে। গতকাল তৃণমূল সুপ্রিমো’কে মোট দুটি সভা করতে দেখা যায় সঙ্গে দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও তাঁর মতো করে প্রচার করে চলেছেন। গতকাল তিনিও মোট দুটি প্রচারের মাধ্যমে গণসংযোগ সারেন।

এবার হাতে আর মাত্র চার দিন সময়। তারপর অনুষ্ঠিত ভাবে ষষ্ঠ দফার নির্বাচণের প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। যে যে লোকসভা কেন্দ্রে ষষ্ঠ দফার নির্বাচন হতে চলেছে সেখানেই নিজেদের নির্বাচনে প্রচার সম্পন্ন করেছে রাজ্যের শাসকদল। এরপর শেষ দফা অর্থাৎ সপ্তম দফার প্রচারের জন্য   নিজেদের ব্যস্ত রাখছেন প্রার্থীরা।

মঙ্গলবার বসিরহাট লোকসভা কেন্দ্র এবং বারাসাত লোকসভা কেন্দ্রে প্রচারে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হারোয়ার বিধায়ক হাজী নুরুল ইসলাম। ২০০৯ সালে বসিরহাট থেকে জয়ী হয়েছিলেন তিনি। এবার ফের বসিরহাটের দায়িত্ব গিয়েছে তারই কাঁধে। তবে এখানে বড় প্রশ্ন হচ্ছে এবার সন্দেশখালির গড়ে প্রচারে যাচ্ছেন এবার তৃণমূল সুপ্রিমো। সন্দেশখালির ঘটনা হওয়ার পর থেকে প্রশ্ন ছিল যে কেন সন্দেশখালিতে যাচ্ছেন না তৃণমূল নেত্রী। তবে এবার আজ সেখানেই যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। এবং সিপিএম ট্রাকে প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। এরপরই আজই মুখ্যমন্ত্রী দ্বিতীয় জনসভা করবেন বারাসাতে। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিদায় সংসদ কাকলি ঘোষ দস্তিদার। আর তার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি প্রার্থী স্বপন মজুমদার।

Related Articles