
The Truth Of Bengal : আবারও, বৃষ্টির জন্য ভেস্তে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ। রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ভেস্তে যায়। এর আগে আমেদাবাদে গুজরাট টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স, হায়দ্রাবাদে, সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম গুজরাট টাইটান্স ম্যাচও বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। লিগ পর্বের ৭০টি ম্যাচের সফর শেষ। প্লে-অফ শুরু হচ্ছে ২১ মে। গুয়াহাটির পর কলকাতা নাইট রাইডার্সের গন্তব্য ফের আমেদাবাদ। সঞ্জু স্যামসনের দলের চেষ্টা ছিল এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দুই নম্বরে উঠে আসার। তবে সেই পরিকল্পনায় জল ঢেলে দিল বৃষ্টি। তবে এখন সানরাইজার্স হায়দ্রাবাদ দল থাকবে নম্বর-২-এ।
আইপিএলের নিয়ম অনুযায়ী প্রথম দুইয়ে থাকা দল ফাইনালে ওঠার দুটি করে সুযোগ পাবে। এক ও দুই নম্বরে থাকা দল প্রথম কোয়ালিফায়ার খেলবে। যে জিতবে সরাসরি ফাইনাল। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল খেলবে এলিমিনেটর। যেই দল জিতবে তারা এক ও দুই নম্বর স্থানের কোয়ালিফায়ারের ম্যাচে হেরে যাওয়া দলের সঙ্গে খেলবে। সেখানে যারা জিতবে তারা পৌঁছবে ফাইনালে। অনুযায়ী প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচ হবে আমেদাবাদে। দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে।
আইপিএলের গ্রুপ স্তরের খেলা শেষ। এবার শুরু হবে কোয়ালিফায়ার। প্রথম কোয়ালিফায়ার খেলবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। এদিন পঞ্জাব কিংসকে চার উইকেটে হারিয়ে সানরাইজার্স কলকাতার বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার খেলাটা নিশ্চিত করেছে। অন্যদিকে এলিমিনেটর খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস।
এবার প্লে-অফের ম্যাচে বৃষ্টি হলে কী হবে?
২১ তারিখ প্রথম কোয়ালিফায়ার ও ২২ তারিখ এলিমিনেটরে যদি বৃষ্টি হয় তাহলে ২৩ তারিখকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। যদি ২৩ তারিখেও খেলা না হয় সেক্ষেত্রে পয়েন্ট টেবিলে যেই দল উপরে থাকবে তারা ফাইনালে যাবে।