Air India: এয়ার ইন্ডিয়ার বিমানের ইঞ্জিনে আগুন, দেখুন হাড়হিম করা সেই ভিডিয়ো
Air India: Air India plane engine fire, watch the video

The Truth Of Bengal : এয়ার ইন্ডিয়ার বিমান চলাকালীন তাতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা প্লেন জুরে। ১৭৯ জন যাত্রীকে নিয়ে এদিন প্লেনটি পুনে থেকে কোচি’র উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেই সময় প্লেনের ভেতর থেকে জানলা দিয়ে আগুনের ফুলকি দেখতে পান যাত্রীরা। তখনই চাঞ্চল্য ছড়ায় গোটা প্লেনটি জুড়ে। তবে ঘটনার জেরে এখনও কোনও যাত্রীর শারীরিক ক্ষতি হয়নি বলেই জানা গেছে।
All 177 psgrs, including two infants, and 6 crew members are safe after one of the engines of an Air India Express IX 1132 flight from @BLRAirport to Kochi caught fire midair on Saturday night. It made an emergency landing at KIA at 11.12 pm eight minutes after take-off, said… pic.twitter.com/e41K2YHeCZ
— S. Lalitha (@Lolita_TNIE) May 19, 2024
এটাই প্রথমবার নয়। এর আগেও এয়ার ইন্ডিয়ার একটি প্লেনে আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। সেখান থেকে আজকের এই দুর্ঘটনাটি কোথাও গিয়ে প্রশ্ন তুলছে সিস্টেমের বিরুদ্ধে। এদিন পুনের বিমানবন্দর থেকে মাত্র ১০ মিনিট হয় বিমানটির উরান ধরতে, তখনই প্লেনে আগুন দেখতে পান যাত্রীরা। বিমানটি সোমবার রাত ১০: ৫০ টেক অফ করলে প্রায় ১১টা নাগাদ সেটিতে আগুন দেখা যায়। এরপর বিমানটিকে জরুরি অবস্থার ভিত্তিতে নামিয়ে নেওয়া হয়।
এদিনের ঘটনার পর এয়ার ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছিল, ক্রুরা কোনও অতিথিকে আহত না করেই সরিয়ে নেওয়ার কাজটি সম্পন্ন করেছে। তাছাড়াও আগুন লাগার কারণ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে।” সঙ্গে এবিষয়ে ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেডের (বিআইএএল) একজন মুখপাত্র জানান, “পূর্ণ মাত্রায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল সেই সময় এবং অবতরণের সাথে সাথে আগুন নিভে যায়”। এখনও পর্যন্ত জানা গিয়েছে যে বিমান সংস্থার তদন্ত ছাড়াও, ডিরেক্টরেট-জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) তদন্ত পরিচালনা করবে।