দেশ

দেশের সরকার গড়তে ভোট দিলেন ভিআইপি ভোটাররাও, ভোট পঞ্চমীতে ১৪৪জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ

VIP voters also voted to form the country's government

The Truth of Bengal: পঞ্চম দফায় আমজনতা সকাল সকাল অধিকার প্রয়োগ করেন।সকাল ১১টা পর্যন্ত ৩০শতাংশের ওপর ভোট পড়ে। জনতা-জনার্দন এবার ভাগ্য নির্ধারণ করলেন ১৪৪জন প্রার্থীর। উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থীকল্যাণ বন্দ্যোপাধ্যায়,হুগলিতে ঘাসফুলের প্রতীকে লড়ছেন রচনা বন্দ্যোপাধ্যায়,বিজেপির হয়ে লড়ছেন লকেট চট্টোপাধ্যায়।এছাড়াও সারা দেশের তারকা প্রার্থীরাও রয়েছেন।

দেশের হেভিওয়েট প্রার্থীরা  হলেন রাহুল গান্ধী।তিনি  রায়বেরিলি কেন্দ্রে ভোটে লড়ছেন কংগ্রেসের হাত প্রতীকে।  আমেথি থেকে লড়ছেন বিজেপির স্মৃতি ইরানি।  লক্ষ্ণৌ থেকে গেরুয়া প্রার্থী রাজনাথ সিং ,বারামুল্লা থেকে লড়াইতে ওমর আবদুল্লাহ ,উত্তর মুম্বইতে লড়ছেন পিযূষ গোয়েল। মথুরা থেকে লড়ছেন বিজেপির হেমা মালিনী।তিনি মুম্বইতে ভোটাধিকার প্রয়োগ করছেন।মুম্বইতে ভোট দেন শিবসেনার উদ্ধব ঠাকরে, নবনির্মাণ সেনার রাজ ঠাকরে।

সকাল সকাল ভোট দেন সঙ্গীতশিল্পী কৈলাস খের।মুম্বইয়ে গণতন্ত্রের উত্সবে সামিল হন অভিনেতা ধর্মেন্দ্র,অভিনেত্রী এসা দেওয়াল।মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও জনতার সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন।প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লক্ষ্মৌ থেকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন।উত্তর মুম্বইতে সপরিবারে ভোট দেন কেন্দ্রীয় মন্ত্রী পিযূষ গোয়েল।সকালেই আমেথিতে  ভোট দেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

Related Articles