গণতন্ত্রের উৎসবে ‘পঞ্চমীতে’ ভোট ৪৯ কেন্দ্রে, ভাগ্য নির্ধারণ অনেক হেভিওয়েটের
In the festival of democracy, 'Panchami' votes in 49 centres, deciding the fate of many heavyweights

The Truth of Bengal: সোমবার পঞ্চম দফার ভোট। দেশের ৬টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে ভোটগ্রহণ হবে। পশ্চিমবঙ্গের সাতটি আসন– আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর এবং হুগলি কেন্দ্রে ভোট হবে এই দফায়। পঞ্চম দফায় উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ১৪, মহারাষ্ট্রের ৪৮টির মধ্যে ১৩, বিহারের ৪০টির মধ্যে পাঁচ, ওড়িশায় ২১-এর মধ্যে পাঁচ, ঝাড়খণ্ডের ১৪-র মধ্যে তিনটিতে ভোট হবে। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের পাঁচটি লোকসভা কেন্দ্রের মধ্যে একটি এবং লাদাখের এক মাত্র আসনটিতেও ভোটগ্রহণ হবে পঞ্চম দফায়। এই পর্বে ৮২ জন মহিলা-সহ মোট প্রার্থীর সংখ্যা ৬৯৫। হেভিওয়েট প্রার্থীদের তালিকায় আছেন—
অমেঠি- বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি ও কংগ্রেস প্রার্থী কিশোরীলাল শর্মা।
রায়বরেলি- রাহুল গান্ধি (কংগ্রেস)
লখনউ- রাজনাথ সিং (বিজেপি)
হাজিপুর- চিরাগ পাসোয়ান (লোক জনশক্তি পার্টি)
মুম্বই উত্তর- পীযূষ গোয়েল (বিজেপি)
বারামুল্লা- ওমর আবদুল্লা (ন্যাশনাল কনফারেন্স)
হুগলি- লকেট চট্টোপাধ্যায় (বিজেপি)
শ্রীরামপুর- কল্যাণ বন্দ্যোপাধ্যায় (তৃণমূল কংগ্রেস)
এই পর্বের সবচেয়ে নজরকাড়া লড়াই হতে চলেছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের ১৪ আসনের মধ্যে ভোট হচ্ছে আমেঠি এবং রায়বরেলিতেও। রায়বরেলিতে এবার প্রার্থী হয়েছেন রাহুল গান্ধি। আমেঠি থেকে লড়ছেন বিজেপির স্মৃতি ইরানি। তাঁকে হারাতে কংগ্রেসের বাজি কিশোরীলাল শর্মা। এই দুই কেন্দ্রের দিকেই এই পর্বে সবচেয়ে বেশি নজর থাকবে গোটা দেশের। উত্তরপ্রদেশের কাইজারগঞ্জও নজরে থাকবে। কারণ এই কেন্দ্রে লড়ছেন কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের ছেলে। রাজনাথ সিংয়ের কেন্দ্র লখনউতেও নজর থাকবে।