খেলা
Trending

সুনীল ছেত্রীর ৬০ হাজার মুখোশ তৈরী করবে আইএফএ

IFA will make 60 thousand masks of Sunil Chhetri

The Truth Of Bengal : কলকাতা থেকে যাত্রা শুরু করেছিলেন, কলকাতাতে এই যাত্রা শেষ করতে চলেছেন সুনীল ছেত্রী। আগামী ৬ জুন যুবভারতীতে শেষ ম্যাচ খেলতে চলেছেন ভারতীয় জার্সি পরে । তার অবসরের খবরে গোটা দেশের সুনীল সমর্থকেরা দুঃখে নিমজ্জিত হয়েছে।

কলকাতাতে শুরু হওয়া পথচলা যেহেতু কলকাতায় শেষ হতে চলেছে সে কারণে এবার আইএফএর তরফ থেকে সুনীল ছেত্রীর ষাট হাজার মুখোশ তৈরি করা হচ্ছে। তাকে বিশেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য। ওই ষাট হাজার মুখোশ দর্শকেরা পড়ে উপস্থিত থাকবেন গ্যালারিতে। এই ভাবনার কথা জানা গিয়েছে ,সূত্র মারফত ।  ১৬ ই মে সকালে তিনি ঘোষণা করেন অবসর নেবেন । ৩৯ বছর বয়সী এই ফুটবলার  নিজের এক্স হ্যান্ডেলে একটা ভিডিও পোস্ট করেছিলেন যেখানে তার ভারতের জার্সিতে শেষ ম্যাচ খেলার কথা জানিয়েছিলেন ।

প্রথমে তিনি অবসরের  সিদ্ধান্ত যখন নেন  তখন প্রথমে মা এবং স্ত্রীকে এই বিষয়টি জানিয়েছিলেন । নতুনদের সুযোগ দেওয়ার জন্যই বিদায় নিতে চাইছেন সুনীল ছেত্রী। ভারতীয় ফুটবলের একটি গৌরবময় অধ্যায়ের সমাপ্তি হবে তাঁর অবসরের ফলে। তার এই যাত্রা পথকে বিশেষ সম্মাননা দিতে চায় আইএফএ । একাধিক সম্মানে সম্মানিত সুনীল অর্জুন পুরস্কার , খেল রত্ন , পদ্মশ্রী । ১৫০ টি ম্যাচের মধ্যে ৯৪ গোলের নজির ও করেছেন তিনি । এবার আইএফএ কর্তারা তার মুখোশ তৈরী করবেন । আর এভাবেই বিশেষ সম্মাননা জানানো হবে সুনীলকে ।

 

Related Articles