IPL 2024

পয়েন্ট ভাগাভাগিতে প্লে অফে হায়দ্রাবাদ

Hyderabad in the playoffs on point sharing

The Truth Of Bengal : আগের ম্যাচে বৃষ্টি গুজরাট টাইটানসকে ছিটকে ফেলেছিল এবারের আইপিএল থেকে। কলকাতার বিপক্ষে তাদের ম্যাচটি বৃষ্টিতে মাঠেই গড়ায়নি। পয়েন্ট ভাগাভাগি করে শেষ চারের আশা শেষ হয়ে যায় গুজরাটের। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষেও তাদের ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়ে যায়। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে  ব্যাট–বল না করেও ১ পয়েন্ট পেয়ে প্লে অফ এ নিশ্চিত হয়ে গেছে হায়দরাবাদের। গুজরাটের সঙ্গে পয়েন্ট ভাগাভাগির পর ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট হয়েছে হায়দরাবাদের, তৃতীয় স্থানে আছে তারা।

পঞ্চম স্থানে থাকা দিল্লি ক্যাপিটালসের পয়েন্ট ১৪ ম্যাচে ১৪, আর কোনো ম্যাচ নেই তাদের। ষষ্ঠ ও সপ্তম স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পয়েন্ট ১২ করে হলেও হায়দরাবাদকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তাদের হাতে ১টি করে ম্যাচই আছে।কলকাতা ও রাজস্থান আগেই নিশ্চিত করেছে শেষ চার। চতুর্থ জায়গাটির জন্য এখন লড়াই করবে চেন্নাই, বেঙ্গালুরু ও লক্ষ্ণৌ। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে চতুর্থ স্থানে আছে চেন্নাই।

Related Articles