বিনোদন
বাংলা ধারাবাহিক এখন অতীত,এবার হিন্দি টেলিভিশনে রাজত্ব করতে মুম্বাই পাড়ি দেবচন্দ্রিমার
Bengali actress Debchandrima Singha Roy to make Hindi debut shares

The Truth of Bengal: টলিউড ছেড়ে বলিউডে পা বাংলা সিরিয়ালের নায়িকা দেবচন্দ্রিমার। বাংলায় ‘কাজললতা’, ‘সাঁঝের বাতি’, ‘সাহেবের চিঠি’ একাধিক ধারাবাহিকে দর্শকদের থেকে পেয়েছিলেন বিপুল জনপ্রিয়তা অভিনেত্রী। এবার হিন্দি টেলিভিশনে রাজত্ব করার পালা দেবচন্দ্রিমার। কালারস চ্যানেলের নতুন সুপার ন্যাচারাল ধারাবাহিক ‘সুহাগন চুড়েল’-এ তিন মুখ্য চরিত্রের অন্যতম দেবচন্দ্রিমা। সম্প্রতি ধারাবাহিকের ‘প্রোমো’ প্রকাশ্যে এসেছে। সেখানে দেবচন্দ্রিমার লুক দেখে অনুরাগীদের মধ্যে উৎসাহ বেড়েছে। ধারাবাহিকের শুটিং চলছে পুরোদমে। দেবচন্দ্রিমার সঙ্গে ‘চুড়েল’-এর চরিত্রে রয়েছেন বলিউডের খ্যাতনামা অভিনেত্রী নিয়া শর্মা। আগামী ২৭ মে থেকে রাত ১০:৩০ টায় কালার্স টিভি চ্যানেলে দেখা যাবে এই নতুন মেগাটি।
View this post on Instagram