
The Truth of Bengal: মধ্যপ্রদেশের ভয়াবহ পথ দুর্ঘটনা। মৃত আট। গুরুতর আহত ১। সুত্রের খবর বুধবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে ইন্দোর জেলার কাছে আমেদাবাদ ইন্দোর জাতীয় সড়কে। একটি suv গাড়ি গুণার দিকে যাচ্ছিল। উলটো দিক থেকে আসা অন্য আরেকটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তবে যে গাড়ির সঙ্গে এস ইউ বি গাড়িটির সংঘর্ষ হয়েছে সেই গাড়িটিকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘাতক গাড়ির চালক পলাতক তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দুর্ঘটনার কবলে পড়া এসইউবি গাড়িটিতে মোট নয় জন যাত্রী ছিল বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে মৃতদেহ গুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। গুরুতর আহত এক ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসা চলছে। তবে ঠিক কি কারণে দুর্ঘটনা? ঘাতক গাড়ির চালক মন্তব্য অবস্থায় ছিল কিনা? সব প্রশ্নের উত্তর পেতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।