হাতের লেখা দেখে কীভাবে মানুষ চিনবেন? জানুন আজকের প্রতিবেদনে
How to recognize people by looking at handwriting? Find out in today's report

The Truth Of Bengal, Mou Basu : মানুষের ব্যক্তিত্বের প্রতিচ্ছবি হল সই বা স্বাক্ষর। মানুষের চরিত্র ফুটে ওঠে স্বাক্ষরে। আসুন দেখে নিই কীভাবে বিভিন্ন রকমের স্বাক্ষর বিভিন্ন লোকের আলাদা আলাদা মানসিকতার পরিচয় তুলে ধরে।
১) যিনি সইয়ের নীচে লাইন টেনে দেন তাঁর জীবনীশক্তি বেশি ও আত্মগৌরবের ভাবনা উদ্ভাসিত করে।
২) অন্য লেখার চেয়ে যিনি বড়ো বড়ো অক্ষরে সই করেন তিনি অন্যের ওপর নেতৃত্ব দিতে সক্ষম।
৩) যিনি অন্য লেখার চেয়ে ছোট ছোট অক্ষরে সই করেন তিনি আত্মকেন্দ্রিক হন। অন্যের সঙ্গে বেশি মেলামেশা করতে পছন্দ করেন না। নিজেকে নিয়েই ব্যস্ত।
৪) সইয়ের শেষে এক বা একাধিক বিন্দু টেনে দেন অথবা ছোট রেখা বা লাইন টেনে দেন তিনি কাজ শুরু করলে শেষ করেই ছাড়েন। যে কোনো কাজে দক্ষ হন।
৫) একটানা সই করলে তিনি অন্যদেরকে তাঁর সিদ্ধান্তে সহমত করতে রাজি করাতে পারেন।
৬) স্পষ্ট গোটা গোটা অক্ষরে সই করলে তিনি আত্মগৌরব ও আত্মবিশ্বাসে ভরপুর হন।
৭) বাঁদিকে হেলিয়ে সই করলে যুক্তি দিয়ে কথা বলেন। মনের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন।
৮) ডানদিকে হেলিয়ে সই করলে তিনি আবেগপ্রবণ হন। বন্ধুবান্ধব বেশি থাকে। সামাজিক হন।
৯) বারবার পেন উঠিয়ে উঠিয়ে সই করলে সেই ব্যক্তির অনুমান ক্ষমতা খুব বেশি। মিশুকে হন না। অন্যদের চোখে যে সব জিনিস চোখে পড়ে না এদের চোখে সে সব আগে নজরে পড়ে।
১০) পুরো সই করলে সরল, নিঃস্বার্থ হন। বাস্তববাদী হন। নিজের কাজকর্ম ও পারিবারিক জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখেন।
১১) সইয়ের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে লিখলে আত্মসম্মানবোধ প্রখর হয়। পদবীর প্রথম অক্ষর বড়ো বড়ো অক্ষরে লিখলে পরিবারের সঙ্গে একাত্ম হন।
১২) সইয়ে শুধু নাম অথবা পদবী লিখলে স্বাধীন মনোভাব হন। নামের ইনিশিয়াল দিয়ে সই করলে ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতে পছন্দ করেন।
১৩) ঘোরালো আর প্যাঁচানো সই করলে ধূর্ত আর চালাক হন।