Lok Shobha Election 2024 : সৌগতের বিরুদ্ধে লড়তে মনোনয়ন পেশ শীলভদ্রের
Lok Shobha Election 2024 : Shilabhadra is nominated to contest against Saugata

The Truth Of Bengal : জমে উঠেছে দমদম কেন্দ্রের লড়াই।তৃণমূলের সৌগত রায়ের বিরুদ্ধে লড়ছেন বিজেপির শীলভদ্র দত্ত।তিনি সোমবার বারাসতে জেলা শাসকের দফতরে মনোনয়ন জমা দেন।তৃণমূলের বিরুদ্ধে এককাট্টা লড়াইয়ের সুর শোনা যায় তাঁর গলায়।ভোটলড়াইয়ের চর্চার কেন্দ্রবিন্দুতে দমদম।দমদমকে ফোকাস করে ডান-বাম সবপক্ষই প্রচারেও নেমেছেন।বলা যায় দমদম থেকে বরাবরই রাজ্য রাজনীতিতে উঠে এসছেন বহু দাপুটে নেতা। উত্তর ২৪পরগনা জেলার অন্যতম অঞ্চল দমদম।
মহানগরীর খুব কাছে থাকা এই কেন্দ্রটি আসলি উত্তর ২৪ পরগনার মধ্যেই পড়ছে। বরাবরই এই কেন্দ্র থেকে সাংসদ হিসেবে যাঁরা উঠে এসেছেন, পরবর্তী সময়ে তাঁরা বাংলার মতোই জাতীয় রীজনীতিতে বিশেষ ভূমিকা পালন করেছেন।বর্তমানে দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়। ২০০৯ সাল থেকে তৃণমূলের টিকিটেই এই কেন্দ্র থেকে জিতে আসছেন সৌগত রায়। পরিসংখ্যান বলছে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ৫ লাখ ১২ হাজার ৬২ ভোটে জয়ী হন সৌগত রায়। ৪ লাখ ৫৯ হাজার ৬৩ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য। ১ লাখ ৬৭ হাজার ৫৯০ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন সিপিএম প্রার্থী নেপালদেব ভট্টাচার্য।
এবারও সৌগত- রায় লড়ছেন।তিনি অক্ষয় তৃতীয়ার দিন মনোনয়ন জমা দেন।সৌগত রায়ের মতো অধ্যাপক তথা হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে বিজেপি লড়াইয়ের ময়দানে নামিয়েছে শীলভদ্র দত্তকে।পেশায় আইনজীবী শীলভদ্র দত্ত।তিনি সোমবার বারাসত জেলাশাসকের অফিসে গিয়ে মনোনয়ন জমা দেন। তাঁর মতে,তিনি মোদির প্রতিনিধি।জয়ের ব্যাপারেও তিনি বেশ আশাবাদী।কনফিডেন্ট বিজেপি প্রার্থী কোন চালে কিস্তিমাত করবেন তা নিয়ে অবশ্য খোলসা করছেন না।তবে নানা ফ্যাক্টর মাথায় রেখে তাঁকে যে ঘুঁটি সাজাতে হচ্ছে তা কথাতেও স্পষ্ট।