রাজ্যের খবর
Trending

সাঁইথিয়ায় ভোট শেষে বুথে বন্দি বিজেপি এজেন্ট

BJP agent trapped in the booth after voting in Saithiya

The Truth Of Bengal: তৃণমূলের ভয়ে বুথে বন্দি বিজেপি এজেন্ট। বাহিরে পাহারায় বিজেপি প্রার্থী। সাঁইথিয়ায় ভোট শেষে বুথে বন্দি বিজেপি এজেন্ট বুথের বাইরে তৃণমূলের ক্যাম্প।সেখানে বিশাল সংখ্যক তৃণমূল বাহিনী উপস্থিত। আক্রমণের ভয়ে বুথে বন্দি প্রার্থী। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকার পরও কিভাবে এই ঘটনা প্রশ্ন রাজনৈতিক শিবিরের।

ছাপ্পা ভোটের অভিযোগ করেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা। তারপরই তিনি পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এর মাঝে তৃণমূল কর্মী সমর্থকেরা তাকে ঘিরে ধরে নানান রকম স্লোগান দিতে থাকে। পরিস্থিতি তাতে আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের উপস্থিতিতে ছাপ্পা ভোট হচ্ছে বলে দাবি করেন বিজেপির জেলা সভাপতি। যদিও পুলিশের তরফ থেকে তা মানা হয়নি। তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয় ধ্রুব সাহা সন্ত্রাস করার জন্য বুথে বুথে ঘুরছেন। ‌ এদিকে তাকে ঘিরে ধীরে জয় বাংলা স্লোগানও দেওয়া হয় তৃণমূল কর্মী সমর্থকদের তরফ থেকে।

Related Articles