ছেলের ছবি প্রকাশ্যে আনতেই, ঈশানকে কী বলে সম্বোধন করলেন নেটিজেনেরা?
What did the netizens call Ishaan when his son's picture was released?

The Truth Of Bengal : ২০২১ সালের সেপ্টেম্বর মাসে জন্ম হয় ঈশানের। তবে ঈশানের জন্মের পরই যে সর্বসমক্ষে ছেলেকে এনেছিল যশ-নুসরত এমনটা কিন্তু মোটেই নয়। সেই সময় ছেলের পিতৃপরিচয় নিয়ে নানান সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল মা নুসরতকে। তবে পুরসভার জন্মের শংসাপত্র দেখিয়ে যশ যে ঈশানের বাবা তা পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন অভিনেত্রী।
যশ-নুসরতের ছেলে দেখতে কেমন? তা নিয়ে নানান কৌতূহল দেখা গিয়েছিল তাঁদের অনুরাগীদের মধ্যে। তবে অবশেষে হল দীর্ঘ অপেক্ষার অবসান। মাতৃদিবসের পবিত্র দিনের ছেলে ঈশানের সাথে ছবি শেয়ার করে প্রথমবার ছেলেকে সবার সামনে আনলেন অভিনেত্রী। ঈশানের জন্মের প্রায় সাড়ে ৩ বছর পর তাঁকে সর্বসমক্ষে আনলেন নুসরত।
View this post on Instagram
চলতি বছরের লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেননি নুসরত। তাই আপাতত ছবির শুটিং এর কাজ এবং স্বামী, সংসার নিয়ে রয়েছেন এই অভিনেত্রী। তবে ছেলেকে নিয়ে খুব পসেসিভ যশ-নুসরত। ছেলের জন্মের পর সমস্ত সামাজিক মাধ্যম থেকে তাকে আড়ালে রেখেছিলেন এই দম্পতি। এমনকি দীপাবলি কিংবা বড়দিনের সময় ছেলের পেছন থেকে ছবি শেয়ার করেছিলেন তিনি।
ছবিতে দেখা যাচ্ছে একটি গোলাপি শিফনের শাড়ি পরিহিত নুসরতের চোখে মুখে গোলাপি আভা বোঝা যাচ্ছে। তার কোলে রয়েছে আদুরে ঈশান। গতকাল বিশ্ব মাতৃদিবসে অভিনেত্রী তাঁর ছেলে আর তাঁর মায়ের সঙ্গে কেক কেটে বিশেষ দিনটি উদযাপন করছেন। আর সেই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার ও করেছেন এই টলি অভিনেত্রী। ঈশানকে দেখে অনুরাগীদের থেকে আসছে শুভেচ্ছার ঝড়। কেউ কেউ তো আবার লিখেছেন, “ঈশান যেন একেবারে ছোট্ট যশ”।