মসনদের লড়াইরাজ্যের খবর
Trending

মোদির জন্য ‘গর্বিত’ পাঠানের হার নিশ্চিত, দাবি অধীরের

Yusuf Pathan's loss is certain, demand is impatient

The Truth Of Bengal : ‘ইউসুফ পাঠানে প্রতি যদি সামান্য সম্মান দেখাতো তৃণমূল, তা হলে তাঁকে রাজ্যসভায় পাঠাতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুসলিম ভোটে ভাগ বসানোর জন্য তাঁকে বহরমপুর কেন্দ্রে দাঁড় করানো হয়েছে। আমার বিরুদ্ধে যাকে এখানে প্রার্থী করেছে সেই ইউসুফ পাঠান এখন পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কিছুই বলেননি। উল্টে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির জন্য তার গর্ব হয়। আমাকে হারাতে এক ক্রিকেটারকে এখানে প্রার্থী করা হয়েছে। যার হার নিশ্চিত।‘ ভোট দিয়ে এদিন প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী সম্পর্কে এই কথা বলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি।

নিজের সংসদীয় এলাকায় ভোট প্রসঙ্গে এদিন তিনি বলেন, ‘বেলডাঙা, বড়ঞা-সহ তিন-চারটি জায়গা থেকে বেশ কিছু অভিযোগ পেয়েছি। প্রতি মুহূর্তে নির্বাচন কমিশন সক্রিয় ছিল। সমস্ত সমস্যা তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে তারা। বহরমপুর লোকসভায় বুথ এজেন্ট নিয়ে কোনও সমস্যা নেই। সব জায়গায় আমি এজেন্ট দিতে পেরেছি। বিভিন্ন এলাকায় বুথের বাইরে জমায়েত করা হয়েছে। ভোটারদের ভয় দেখানোর উদ্দেশে করা হচ্ছে। তবে তেমন কোনও বড় ঘটনা ঘটেনি। আমাদের দলের কর্মীরা খুব সক্রিয় আছে।’

সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরতে থাকেন অধীর। যেখান থেকে অভিযোগ পেয়েছে, সেখানেই ছুটে গিয়েছেন। বলা যায়, পাঁচবারের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি গোটা মাঠ দাপিয়ে খেলা শুরু করেন।

Related Articles