
The Truth of Bengal: যত সহজ গল্প ততই মন কাড়ে দর্শকদের। এই কথা একেবারে অক্ষরে অক্ষরে প্রমান করে দিয়েছে পঞ্চায়েত সিরিজটি। এমন মানুষ বোধ হয় খুঁজে পাওয়া মুশকিল আজকের তারিখে যিনি অভিষেক স্যারের পঞ্চায়েত নিয়ে অপেক্ষায় নেই, তাঁদের জন্য আগেই জানানো হয়েছে পঞ্চায়েত সিজন থ্রির মুক্তির তারিখ, এবার রিলিজ হল এই সিজনের গান পাশা ফেক। কিছু ঝলক রইল আপনাদের জন্য। ফুলেরার গল্প নিয়ে ফিরছে ‘পঞ্চায়েত’ সঙ্গে ফিরছেন ‘অভিষেক স্যার’।
২০২০ সালের এপ্রিল মাস থেকে প্রাইমে দেখা যাচ্ছে ‘পঞ্চায়েত’। ফুলেরা গ্রাম ও তার ‘সচিবজি’র প্রেমে পড়ে যান অনুরাগীরা। গল্পের সারল্য হন মুগ্ধ। সেক্রেটারি হোক বা প্রধান জি, সহ সিরিজের সাপোর্টিং চরিত্ররাও দর্শকদেরকে বুঁদ করে রেখেছিল। এই সিরিজটি টানা দুই সিজন ধরে ওটিটিতে জনপ্রিয়তার টপ রয়েছে। দর্শকরা দ্বিতীয় সিজেনের পর এই সিরিজের তৃতীয় সিজনের অধীর আগ্রহে অপেক্ষা করছিল।
জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, সানভিকা এবং আরও অনেক তারকা অভিনীত এই শোটি প্রাইম ভিডিয়োতে মুক্তি পেতে চলেছে ২৮ শে মে। সিরিজটি পরিচালনা করেছেন দীপক মিশ্র, লিখেছেন চন্দন কুমার। আগের দুটি সিজনের মতোই পঞ্চায়েত থ্রি-তেও আটটি পর্ব থাকবে। এক-একটি পর্ব ২০ থেকে ৪৫ মিনিট দীর্ঘ হবে। তাহলে আর দেরি কীসের? কয়েকদিনের অপেক্ষা ফুলেরা গ্রামে যেতে।