রাজ্যের খবর

রসিকবিলে জন্ম ৭ চিতা শাবকের, খুশির জোয়ার পর্যটকদের মধ্যে

7 cheetah cubs born in Rasikbil, happy tide among tourists

The Truth of Bengal: কোচবিহারের রসিকবিল প্রকৃতি পর্যটনকেন্দ্রে জন্ম সাতী চিতা শাবকের। রিমঝিম ও গরিমার কোল আলো করে জন্ম হয়েছে এতগুলি ফুটফুটে শাবকের। বিশেষ নজর রাখা হচ্ছে। দুই মা চিতার খাবারে কিছুটা বদল আনা হয়েছে। এখন পর্যটকদের দেখার সুযোগ মিলছে না চিতা শাবক দেখার। দুই মা চিতা জন্ম দিল সাতটি শাবক। কোচবিহারের রসিকবিল প্রকৃতি পর্যটনকেন্দ্রে চিতাবাঘের এনক্লোজারে রিমঝিম ও গরিমার কোল আলো করে জন্ম হয়েছে সাতটি ফুটফুটে শাবকের। খুশির আমেজ রসিকবিল প্রকৃতি পর্যটনকেন্দ্র জুড়ে। রসিকবিলে এক লাফে চিতাবাঘের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২টি। কোচবিহার বন বিভাগ জানিয়েছে, রিমঝিমের চারটি ও গরিমার তিনটি সন্তান হয়েছে ৷ মা ও সন্তানরা সকলেই সুস্থ রয়েছে। চিকিৎসকরা সব সময় তাদের নজরে রাখছেন৷ বনদফতর সূত্রে খবর, গত ২ এপ্রিল তিন সন্তানের জন্ম দিয়েছিল গরিমা ও ১৪ এপ্রিল রিমঝিম আরও চারটি সন্তানের জন্ম দেয়। আপাতত দুটি নাইট শেল্টারে মা ও তাদের সন্তানদের আলাদা ভাবে রাখা হয়েছে ৷

এনক্লোজারের বাকি তিন পুরুষ চিতা যাতে কোনও ভাবেই তাদের এসময় বিরক্ত না করে, সেদিকে খেয়াল রাখছেন বনকর্মীরা৷ এদিকে এনক্লোজারে যে নাইট শেল্টারে সদ্যোজাতরা-সহ রিমঝিম ও গরিমা রয়েছে, সেদিকে যাতে পর্যটকরা যাতায়াত না করেন তার জন্য এনক্লোজারের একদিক উঁচু করে ঢেকে রাখা হয়েছে৷ প্রসবের পর দুই মা চিতার স্বাস্থ্যের দিকেও বাড়তি নজর দিয়েছে বনদফতর। নাইট শেল্টারের ভেতরে খড়ের গাদা পেতে দেওয়া হয়েছে তাদের জন্য। সেখানে মায়ের সঙ্গে খুনসুটি করে দিব্যি সময় কাটাচ্ছে শাবকরা। চিকিৎসকের পরামর্শে মা চিতা দুটির মেনুতে বদল আনা হয়েছে। সদ্যোজাতদের মাতৃদুগ্ধ পান করাতে যাতে কোনও সমস্যা না হয় তার জন্য মা চিতা দুটিকে আগে একবেলা মাংস খাওয়ানোর নিয়ম থাকলেও এখন দু’বেলা মাংস খাওয়ানো শুরু হয়েছে।

সেই সঙ্গে মাংসের স্যুপ জাতীয় খাবার, ভিটামিন দেওয়া হচ্ছে। শাবকদের কাছে কাউকে ঘেঁষতে দিচ্ছে না মা গরিমা ও রিমঝিম। সেই কারণে এখনও শাবকগুলির লিঙ্গ জানা যায়নি। রসিকবিলে রিমঝিম ও গরিমা নামে দুটি মহিলা চিতা ছিল আগে থেকেই। তবে কোনও পুরুষ চিতা না থাকায় প্রজনন মরসুমে কিছুটা মনমরা হয়ে থাকত তারা। তাই ডিসেম্বরে তিনটি পুরুষ চিতা নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিল বনদফতর। ঝাড়গ্রাম মিনি জু থেকে সোহেল ও তার দুই সন্তান সুলতান ও শাহজাদকে সাড়ে আটশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে রসিকবিলে নিয়ে আসা হয়েছিল। তারপর এই সাফল্য। সাত সন্তানের জন্ম দিয়েছে রিমঝিম ও গরিমা৷ তবে মা ও সদ্যোজাতদের এখনই নাইট শেল্টারের বাইরে যাওয়ার অনুমতি দেয়নি বন দফতর। রসিকবিলে নতুন অতিথির আগমনের খবর ছড়িয়ে পড়তেই উৎসাহিত পর্যটকরাও।

Related Articles