আন্তর্জাতিক

একমাস পর ইরান থেকে মুক্তি পেলেন ৫ ভারতীয় নাবিক

indian sailors released from iran

The Truth of Bengal: ইরানে এক মাস বন্দি অবস্থাতে থাকার পর অবশেষে ভারতীয় ৫ নাবিকের মুক্তি। বৃহস্পতিবারই তাদের যাত্রা শুরু হয় ইরান থেকে ভারতের উদ্দেশ্যে। জানা যায়, ১৭ জন ভারতীয় নাবিককে আটক করে রেখেছিল তেহরান। সেই পরিস্থিতির পর সেখান থেকে ভারতীয় নাবিদের উদ্ধার করা ভারতের বড়সড় কূটনৈতিক সাফল্য বলেই অনেকের মত। প্রসঙ্গত, গত এপ্রিল মাসের একদম প্রথম থেকেই যুদ্ধ পরিস্থিতি তারি হয় মধ্যপ্রাচ্যে। সেই পরিস্থিতিতে ১৩ এপ্রিল অভিযান চালিয়ে ইজরায়েলের একটি  জাহাজ আটক করে ইরানের বিশেষ বাহিনী।

তখনই জানা যায়, ২৫ জনের মধ্যে সেখানে ১৭ জনই ভারতীয়। ইরানের বিশেষ বাহিনীর হাতে বন্দি তারা। তবে ওই ভারতীয় নাবিকদের আটকে পড়ার খবর ছড়িয়ে পড়ে দ্রুত গতিতে। তেঁদের উদ্ধার করতে সচেষ্ট ভূমিকা পালন করে ভারতীয় বিদেশমন্ত্রক। দীর্ঘ সময় ধরে চলে গুরুত্বপূর্ণ আলোচনা বিদেশমন্ত্রক এস জয়শঙ্করের। তবে এই আটক হওয়ার ঘটনা ঘটার পাঁচ দিনের মধ্যেই  এক মহিলা নাবিককে মুক্তি দেয় ইরান।

আটক হওয়া ওই মহিলা ভারতীয় নাবিক জানান, কোনও অসুবিধা হয়নি। আরও ১৬ জনকে দ্রুতই উদ্ধার করে আনা হবে। কনস্যুলার একক্সেসের সুযোগও দেওয়া হয় তাদের। সেই ঘটনার প্রায় ১ মাসের মাথায় মুক্তি দেওয়া হল ৫ বারতীয় মহিলা নাবিককে। তবে ভারতীয় ৫ নাগরিককে ইরান প্রশাসনের তরফ থেকে মু্ক্তি দেওয়া প্রসঙ্গে ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র ইরান প্রশাসনের কাছে ধন্যবাদও জ্ঞাপন করেন।

Related Articles