হুইল চেয়ারে বসে UPSC দিয়ে সবাইকে তাক লাগালেন কার্তিক, তার সাফল্যকে কুর্নিশ জানালেন নেটিজেনেরা
Karthik who passed UPSC in a wheelchair impressed everyone, netizens applauded his success.

The Truth Of Bengal: ভারতের কঠিন পরীক্ষা গুলির মধ্যে অন্যতম হল সিভিল সার্ভিস পরীক্ষা। আর এই পরীক্ষা দিতে বহু বছর ধরে বহু ছাত্র-ছাত্রী প্রস্তুতি নেয়। কিন্তু উত্তীর্ণ হতে পারে, হাতেগোনা মাত্র কয়েকজন। তবে আজ বাংলা জাগর পাঠকদের জন্য এমনই এক সফল UPSC ছাত্রের গল্প , যা আপনাকেও চমকে দেবে ।
ছোটবেলা থেকে শারীরিক প্রতিবন্ধকতা ছিল তার সঙ্গী। কিন্তু মনে ছিল বড় স্বপ্ন। আর সেই স্বপ্নকে বাস্তবতায় রূপ দিতে মাটি আঁকড়ে পড়েছিল সে। মাত্র ৮ বছর বয়সে কার্তিক জানতে পেরেছিলে তিনি মাসকুলার ডিস্ট্রোফিতে আক্রান্ত। তার রোগের কথা শুনে পরিবারের নেমে এসেছিল কালো ছায়া । তিনি এই রোগে আক্রান্ত হওয়ার পরেও কোনভাবেই নিজের মনের জোর কে হারতে দেননি।যে সময় বাচ্চারা খেলাধুলার মধ্যে মত্ত থাকে , সেই সময় কার্তিকের সময় কাটতো কখনো থেরাপি বা কখনো যোগব্যায়ামের মধ্যে দিয়ে। আর এই করতে করতে কার্তিক তার দ্বাদশ শ্রেণীর পাশ করেন। দ্বাদশ শ্রেণী পাস করার পর তিনি UPSC ইঞ্জিনিয়ারিং সার্ভিসে পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষায় অংশগ্রহণ করে। এবং সেই পরীক্ষাগুলোতে সফল হন। বলে রাখা ভালো, তিনি শারীরিকভাবে অক্ষম হলেও কোন স্পেশাল কোঠায় তিনি প্লেসমেন্ট পায়নি। শারীরিকভাবে অক্ষম হওয়ার স্পেশাল কোঠায় চাকরি না পাওয়ায় এক সময় ভেঙে পড়েছিল সে। তবে মানসিকভাবে ভেঙে পড়লেও কখনই তিনি হাল ছাড়েননি । বড় তিনি নিজেই তার দেখা স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার জন্য জোর কদমে লড়াই শুরু করেন।
২০১৮ সালে আইআইটি থেকে স্নাতক পাশ করেন তিনি। আইআইটি থেকে পাস করার পর তিনি ইউ পি এস সি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন । ২০১৯ সালে ইউপিএসসি পরীক্ষায় বসেন কার্তিক। আর সেই বছরই তিনি ৮১৩ র্যঙ্ক করেন । ইউপিএসসি পরীক্ষা দেওয়ার পাশাপাশি তিনি ইসরাতে চাকরির পরীক্ষা দেন তিনি। এরপর ২০২১ সালে শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে তিনি ইউপিএসসি পরীক্ষায় বসেন। সেই পরীক্ষায় বসে ২৭১ র্যঙ্ক করে সকলকে চমকে দেন। উল্লেখ্য, বর্তমানে তিনি অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার ইন্ডিয়ান স্পিস রিসার্চ অর্গানাইজেশনে কাজ করেন। তবে বলাই বাহুল্য বিজ্ঞানী কার্তিক কনসালের এই সাফল্য বর্তমানের বহু ছাত্র-ছাত্রীকে অনুপ্রেরণা দিয়ে চলেছে।