৫০০ টাকার নোটের বান্ডিল, ঝাড়খণ্ডের পর এবার মধ্যপ্রদেশের ভোপালে বিপুল অঙ্কের টাকা উদ্ধার
Bhopal Money Recover

The Truth of Bengal: লোকসভা ভোটের নির্ঘণ্ট বেজে যাওয়ার পর থেকেই দেশ জুড়ে একাধিক জায়গা থেকে উদ্ধার হচ্ছে বিপুল অঙ্কের টাকা। পাওয়া গেছে বহু বিদেশি মুদ্রাও। ঝাড়খণ্ডের টাকার পাহাড়ের পর এবার মধ্যপ্রদেশের ভোপাল থেকে উদ্ধার বিপুল টাকা। স্তূপের আকারে সাজানো রয়েছে নোট। ১০ টাকা ২০ টাকা ২০০ টাকা ৫০০ টাকার নোটের বান্ডিল রয়েছে সেখানে।
এই টাকার পাহাড় গুণে শেষ করতে পারছেন না আয়কর দরফত। হঠাৎ করেই ভোপালের পন্থ নগর কলোনিতে কৈলাশ ক্ষেত্রী নামক এক ব্যক্তির বাড়িতে হানা দেয় আয়কর দফতর। তার বাড়িতে তল্লাশি চালানোর পর উদ্ধার হয় এই এত পরিমাণ টাকা। আয়কর দফতরের কাছে গোপন সূত্রে খবর আসে কৈলাশ ক্ষেত্রী নামক ওই ব্যক্তির বাড়িতে থরে থরে সাজানো রয়েছে লক্ষ লক্ষ টাকার বান্ডিল। সেই খবর পেতেই সাত সকালেই ওই ব্যক্তির বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান চলাতে শুরু করে আয়কর দফতর। তল্লাশি চালাতেই কপালে হাত আয়কর দফতরের। জানা গেছে ওই ব্যক্তি টাকা লেনদেনের কাজ করতেন। তিনি পুরনো নোট বদলানোর কাজ ও করতেন। যদিও আয়করের সন্দেহ এই টাকা ওই ব্যক্তির নয়। কোন তাবড় নেতার টাকা রাখা আছে ওই ব্যক্তির বাড়িতে।
কিছু দিন আগেই ঝাড়খণ্ডে উদ্ধার হয়েছিল টাকার পাহাড়! ইডি হানায় বেরিয়ে উদ্ধার হয়েছিল বান্ডিল বান্ডিল নোট। ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগির আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের পরিচারকের বাড়ি থেকে উদ্ধার হয়েছিলএই বিপুল অঙ্কের টাকা। মোট ৩০ কোটি টাকা উদ্ধার হয়েছিল বলে জানা গেছে।