আমার পোশাক নয়, আপনার চিন্তাধারা ও বার্তাই অশোভন, ইমেইল প্রেরককে কড়া জবাব নিউজ অ্যাঙ্করের, কী ঘটল দেখুন ভাইরাল ভিডিওয়ে
It's not my clothes, your thoughts and message that are rude, news anchor hits back at email sender, see what happened in viral video

The Truth Of Bengal Desk: মৌ বসু , রোজকার মতো বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের স্টুডিওয়ে বসে খবর পড়ছিলেন নিউজ অ্যাঙ্কর নারেল্ডা জেকবস। কর্পোরেট লুকের পোশাকই ছিল তাঁর পরনে। ধুসর রঙের মনোকিনির ওপর পরেছিলেন অফ হোয়াইট রঙের জ্যাকেট। খবর পড়তে দেখা নিউজ অ্যাঙ্করের কাজ নিয়ে কোনো সমালোচনা হয়নি। অভিজ্ঞ নিউজ অ্যাঙ্করকে বডি শেমিংয়ের শিকার হতে হয়। বডি শেমিংয়ের শিকার হলেও মানসিক ভাবে ভেঙে পড়েননি নারেল্ডা জেকবস। ইমেইল পাঠিয়ে যে বডি শেমিং করেন তাঁকেই কড়া জবাব দিয়ে পাল্টা দেন নারেল্ডা। ওই নিউজ অ্যাঙ্কর কড়া জবাব দিয়ে লেখেন, আমার পোশাক অশোভন নয়। আপনার ইমেইল ও চিন্তাভাবনাই অশোভন। তাঁকে পাঠানো বিতর্কিত ইমেইল ও নিজের কড়া জবাব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নারেল্ডা। নেটিজেনদের পাশে পেয়েছেন তিনি।
কী ইমেইল পাঠানো হয় নারেল্ডাকে?
খবর পড়ার সময় তাঁকে বডি শেমিং করে ও পোশাকের পছন্দ করা নিয়ে একজন ইমেইলে লেখেন, ‘খবর পড়ার সময় অশোভন ও বেঠিক পোশাক বেছে নেওয়া হয়েছে। বক্ষবিভাজিকা নাইট ক্লাবে দেখানোর জায়গা।’ ট্রোলিংয়ের কড়া জবাব দিতে পিছপা হননি অভিজ্ঞ নিউজ অ্যাঙ্কর। তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে লেখেন, ‘হ্যাঁ এখনো আমরা এরকম ইমেইল পেয়ে থাকি৷ গোটা নিউজরুম এর সাক্ষী থাকে। হ্যাঁ আমি তখন খবর পড়ছিলাম। এমন ইমেইল আমাকে অপমান ও হেনস্তা করার জন্যই পাঠানো হয়েছে। তবে আমি অশোভন বা বেঠিক পোশাক পরিনি আপনার ইমেইলই অশোভন ও বেঠিক।’
মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় নারেল্ডা জেকবসের সোশ্যাল মিডিয়া পোস্ট। প্রত্যেকেই বডি শেমিংয়ের তীব্র সমালোচনা করে নারেল্ডা জেকবসের পাশে দাঁড়িয়েছেন ও ট্রোলিংয়ে কড়া জবাব দেওয়ায় তাঁর ভূয়সী প্রশংসা করা হয়েছে।