রাজ্যের খবর

ফের চা বাগানে চিতার আতঙ্ক, ঘুম উড়েছে চা শ্রমিকদের

Again, fear of cheetah in the tea garden, the tea workers are awake

The Truth Of Bengal : জলপাইগুড়ি : সাত সকালে চা বাগানে চিতা বাঘের শাবককে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মেটেলি ব্লকের আইভিল চা বাগান সংলগ্ন এলাকায়।

জানা যায়, মঙ্গলবার সকালে চা বাগানের শ্রমিকরা কাজ করার সময় বাগানের ১৫ বি সেকশনের একটি নালায় তিনটি চিতাবাঘের শাবককে দেখতে পায়। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। এলাকায় আসেন বাগানের জোনাল ওয়েলফেয়ার অফিসার রাজেন বড়াইক। তিনি এসে বিষয়টি খুনিয়া স্কোয়াডের বন কর্মীদের জানান। খুনিয়া স্কোয়াডের তরফে চিতা বাঘের শাবকগুলিকে তাদের জায়গায় রেখে দিয়ে এলাকা খালি করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

এরপরই বাগানের তরফে ওই এলাকা খালি করে দেওয়া হয়। বনদপ্তর সূত্রে জানা যায়, সূর্য ডোবার পরেই তাদের মা এসে শাবকগুলিকে নিয়ে যাবে। অযথা যাতে কেউ শাবকগুলিকে বিরক্ত না করে সে বিষয়ে বাগান কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। উল্লেখ্য, এর আগেও আইভিল চা বাগানে বহুবার চিতা ষবাঘের শাবকের দেখা পাওয়া যায়। বহু চিতাবাঘ খাঁচাবন্দীও হয়।

Related Articles