‘নিজেকে নাচতে দেখে আনন্দ পেয়েছি!’ বিতর্কিত মিমকে হাল্কা চালে নিলেন মোদী

The Truth Of Bengal : লোকসভা ভোটের আবহে ক’দিন আগেই বঙ্গ ভোটের ময়দানে হাজির হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে সশরীরে নয় অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রীর চেহারা ও কণ্ঠস্বরের আদলে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে ব্যবহার করে গত শনিবার নিজেদের ডিজিটাল মাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করে বঙ্গ সিপিএম। এবার তৃতীয় দফার ভোটের প্রাক্কালে ভোটের ময়দানে হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুদ্ধদেবের মতোই অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দৌলতে রামভক্ত নরেন্দ্র মোদীকে অভিনেতা দেবের ভক্ত হিসাবে দেখা গেল একটি ভাইরাল হওয়া ভিডিওয়ে। তাৎপর্যপূর্ণ ভাবে এক্স হ্যান্ডেলে পোস্ট হওয়া নিজের পাগলু ডান্সের ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই। নিজের ‘দেবভক্ত’ অবতারের ভিডিও যে তিনি নিজেই খুব উপভোগ করেছেন তা নিজেই পোস্টে জানান মোদী। নমোর কথায়, ‘আপনাদের মতোই আমিও নিজেকে এরকম ভাবে নাচতে দেখে ও কোমর দোলাতে দেখে যারপরনাই আনন্দিত। নির্বাচনের মরসুমে এমন সৃজনশীলতা সত্যিই উপভোগ্য।’
Like all of you, I also enjoyed seeing myself dance. 😀😀😀
Such creativity in peak poll season is truly a delight! #PollHumour https://t.co/QNxB6KUQ3R
— Narendra Modi (@narendramodi) May 6, 2024
Atheist_Krishna নামে জনৈক নেটিজেন নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা পোস্ট করেন। সেই ভিডিওয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদলে তৈরি চেহারাকে অভিনেতা দেবের পাগলু ডান্সে নাচতে দেখা যায়। খাকি প্যান্ট, গেরুয়া হাফ জ্যাকেট ও সাদা ফুল শার্ট পরিহিত মোদীর আদলে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি চেহারাকে পাগলু ডান্সে কোমর দোলাতে দেখা যায়। স্টেজের ওপর নাচার সময় খোলা মাঠে জনগণকেও সমান তালে নাচতে ও উপভোগ করতে দেখা যায়। যিনি এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করেন তিনি ক্যাপশনে মস্করা করে নাম না করে মোদীকে স্বৈরাচারী বলে দেগে লেখেন, ‘এই ভিডিও পোস্ট করছি কারণ আশাকরি স্বৈরাচারী আমাকে গ্রেফতার করাবেন না।’