রাজ্যের খবর

Big Breaking : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগেই বোমা বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ২

Big Breaking: Bomb blast before Abhishek Banerjee's meeting, 1 dead, 2 seriously injured

The Truth Of Bengal : হুগলি, রাকেশ চক্রবর্তী : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগেই বোমা বিস্ফোরণ। প্রাণ গেল এক কিশোরের। গুরুতর জখম আরও ২।

জানা যায়, পান্ডুয়ার তিন্না নেতাজী পল্লি কলোনীতে খেলার সময় পুকুরের পাড়ে রাখা বোম ফেটে মৃত্যু একজনের। গুরুতর জখম দুই। সুত্রের খবর, ওই স্থানে বোমা রাখা ছিল সেখানে বাচ্চারা খেলা করতে গিয়েই এই বিস্ফোরন হয়। ইতিমধ্যেই জখম হয়েছেন তিন কিশোরক। আহতদের পান্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা একজনের মৃত বলে ঘোষণা করেন। বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হুগলি গ্রামীন পুলিশ।

Related Articles