রাজ্যের খবর

সপ্তাহের প্রথম দিনেই ভোটের প্রচারে জোড়া সভা মমতার

On the first day of the week, Mamata held a joint election campaign

The Truth Of Bengal : চলছে লোকসভা নির্বাচনের মরশুম। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছে নির্বাচনী প্রক্রিয়া। তবে বেশ কিছু জেলায় এখনো নির্বাচন প্রক্রিয়া বাকি রয়েছে যার কারণে এখনো নির্বাচনী প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নেত্রীরা। সেই মতোই প্রত্যেক লোকসভা কেন্দ্রে একেবারে ঝাপিয়ে প্রচার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস। বিজেপিকেও করা হচ্ছে তুলোধনা। বিজেপি ও সোচ্চার হচ্ছে পাল্টা প্রচারে। এই পরিস্থিতিতে যখন রাজ্য রাজনীতি একেবারেই সরগরম ঠিক সেই আবহে সপ্তাহের প্রথম দিনেই লোকসভা ভোটের প্রচারে জোড়া সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার তিনি প্রথম জনসভা করবেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রে তৃণমূলের কীর্তি আজাদের বিপক্ষে রয়েছেন বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। এই সভা হবে বর্ধমান উত্তর বিধানসভা এলাকায়। এরপর মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে উড়ে যাবেন সাঁইথিয়া। সেখানে তিনি বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী শতাব্দী রায়ের সমর্থনে জনসভা করবেন। সেখানে বিদায়ী সাংসদ শতাব্দীর সঙ্গে লড়াই বিজেপির পিয়া দাসের।

 

Related Articles