অসুস্থ নিক জোনাস! বাতিল একযোগে সমস্ত কনসার্ট

The Truth Of Bengal : আর গান গাইতে পারবেন না নিক জোনাস। বাতিল হয়েছে তাঁর গানের কনসার্ট। তিনি নিজেই এই বক্তব্য রেখেছেন তার সোশাল মিডিয়ায়, অনুরাগীদের ‘হতাশ’ করার জন্য ক্ষমাও চেয়েছেন পপ গায়ক। একযোগে সমস্ত কনসার্ট বাতিল হওয়ায় দানা বাঁধছে রহস্য কিন্তু এইমুহুর্তে নেট পাড়ায় একটাই প্রশ্ন কী হয়েছে প্রিয়াঙ্কার স্বামীর?
View this post on Instagram
ভিডিও টি শেয়ার হতেই শোরগোল নেটমহলে। ভারতের জামাইয়ের হল টা কি? রাতারাতি সব কনসার্ট বাতিল। আচমকাই অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার স্বামী তথা পপ তারকা নিক জোনাস। নিক জানিয়েছেন তিনি ইনফ্লুয়েঞ্জা A রোগে আক্রান্ত। শুক্রবার ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করে নিক জানান, তিনি অসুস্থতার কারণে মঞ্চে পারফর্ম করতে পারবেন না। অনুরাগীদের ‘হতাশ’ করার জন্য ক্ষমাও চেয়েছেন পপ গায়ক। নিক জোনাস জানান, ‘জোনাস ব্রাদার্স’-এই শো অন্যদিন অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত ‘জোনাস ব্রাদার্স’-টিমে রয়েছেন নিক ও তাঁর দুই ভাই কেভিন জোনাস, জো জোনাস। চলতি সপ্তাহেই মেক্সিকোতে পারফর্ম করার কথা ছিল তাঁদের।
কয়েক মাস আগে মুম্বইয়ে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস। মুম্বইয়ের লোলাপালোজায় পারফর্ম করলেন নিক ও তাঁর ভাইয়েরা। চলতি সপ্তাহেই মেক্সিকোতে পারফর্ম করার কথা ছিল জোনাস ভাইদের। তবে নিকের শারিরীক অসুস্থতার কারণে শিডিউল বদলে আগামী অগাস্টে করা হয়েছে। অর্থাৎ জোনাস ভাইদের পারফরম্যান্স দেখার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে ভক্তদের।