মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : নির্বাচনী আবহে কেশপুরে ভোট প্রচার বিজেপি প্রার্থীর, এলাকাবাসীদের কি বার্তা দিলেন তিনি?

Lok Sabha Election 2024: Election campaign in Keshpur BJP candidate, what message did he give to the local people?

The Truth Of Bengal : শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর :-  কেশপুর তথা ভারতবর্ষের বীর শহীদ ক্ষুদিরাম বসুর জন্ম ভিটে মহাবনীতে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ! শহীদ ক্ষুদিরাম বসুর গলায় মাল্যদান করে এলাকায় ভোট প্রচার করেন অভিনেতা তথা বিজেপি প্রার্থী হিরন। শহীদের গ্রাম, মোহমনির সাধারণ মানুষের সাথে কথা বলেন বিজেপি প্রার্থী। জানতে চান শহীদের গ্রামের মানুষজন কেমন রয়েছে।

গ্রামের মানুষজন হিরনকে কাছে পেয়ে কার্যত তাদের কাতর আর্জি জানান। মৃদুকন্ঠে বলেন এখনো শহীদের গ্রামে বেশিরভাগ পরিবারের নেই কোন বাথরুম ও পাকার ছাদ। অথচ রাজ্য সরকার এই মডেল গ্রাম হিসেবে ঘোষণা করেছে অনেক দিন আগেই। মডেল গ্রাম ঘোষণা করার পরও পৌঁছায়নি পাকার বাড়ি। রাস্তাঘাটও সেভাবে নেই বললেই চলে।

পানীয় জলের সমস্যা তো রয়েই গেছে। তবে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় আশ্বাস দিয়েছেন, ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা হলে এইসব মানুষের পাশে দাঁড়াবেন তিনি। মহাবনি থেকে খেতুয়া হয়ে কোটা এবং পাঁচখুরি এলাকায় জনসংযোগের মাধ্যমে ভোট প্রচার সারেন হিরণ।

Related Articles