লাইফস্টাইল

বাড়িতে নেই এসি, এয়ার কুলার, গরমে কুছ পরোয়া নেহি, বিছানাই শীতল অনুভূতি এনে দেবে! কীভাবে জানুন

There is no AC, air cooler in the house, no need to worry about the heat, the bed will give you a cool feeling

The Truth of Bengal: গরমের দিনে একটুখানি ঠান্ডা কিনতে গিয়ে পকেট গড়ের মাঠ হয়ে যাচ্ছে। কারণ, এসি, এয়ার কুলার ব্যবহারের ফলে চড়চড় করে বাড়ছে বিদ্যুতের বিল। অনেকেই সাশ্রয় করার জন্য বেশি বিল আসার ভয় এসি বা কুলার থাকলেও বেশিক্ষণ তা চালান না। এসি বা এয়ার কুলার না থাকলেও এবার গরমে আরাম পাবেন। সৌজন্যে এসি বেডশিট। বিছানা হল সবচেয়ে আরামদায়ক জায়গা। BedJet নামক সংস্থার তৈরি এই ঠান্ডা বিছানার চাদর বিছানায় পাতলে আরামদায়ক ঠান্ডার অনুভূতি মিলবে। এসি বিছানার চাদরে খুব আরামের ঘুম হবে।এই শীতল বিছানার চাদর বিছানায় পেতে দিলে, যে কোনও সাধারণ চাদরের মতোই দেখতে লাগে। তবে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে।

এতে ব্যবহৃত প্রযুক্তি খুবই বিশেষ রকমের।এই এসি বিছানার চাদর চালানোর সময় খুব কম বিল খরচ হয় এবং কোনও শব্দ হয় না। শীতল অনুভূতি দেওয়ার জন্য এতেজেল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা বাতাসের মধ্য দিয়ে যাওয়ার সময় ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হাওয়া বের হতে থাকে। এই চাদরের এক প্রান্তে টিউবের ভেতরে একটি কুলিং ফ্যান ইনস্টল করা আছে যা ভেতরে ঠান্ডা বাতাস পাঠায়। এই ফ্যানের গতি নিয়ন্ত্রণ করার জন্য, একটি কন্ট্রোল বক্স রয়েছে যা এই বেডশিটে লাগানো আছে। এছাড়াও, গরম বাতাস বের করার জন্য এই এসি বেডশিটে একটি টিউবও রয়েছে।

এমন প্রযুক্তিনির্ভর বিছানার চাদরের ইলেকট্রিক বিলের খরচ বৈদ্যুতিক বাল্ব জ্বালানোর চেয়ে কম হবে। এতে ইনস্টল করা কুলিং ফ্যানটি মাত্র ৪.৫ ওয়াট পাওয়ার খরচ করে। অর্থাৎ এক সপ্তাহ চালালেও এক ইউনিটের কম বিদ্যুৎ খরচ হবে। এই এসি বেডশিটের ওজন মাত্র ২ কেজি। খুব হালকা হওয়ায় অনায়াসে এটি ভাঁজ করে যে কোনও জায়গায় নিয়ে যাওয়া যায়। এতে একটি টাইমারও রয়েছে, যার সাহায্যে ২, ৩ এবং ৪ ঘন্টা একটানা ঠান্ডা করার জন্য সেট করা যাবে।
আমেরিকায় এই প্রযুক্তিনির্ভর এসি বেডশিটের দাম ৪২৯ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় আনুমানিক প্রায় ৩৫ হাজার টাকা। এছাড়া ইউরোপের দেশগুলোতেও এটি বেশ জনপ্রিয়। BedJet এখনও ভারতে এই পণ্য লঞ্চ করেনি। আশা করা হচ্ছে খুব শিগগিরই ভারতে চালু হবে।

Related Articles