IPL 2024

বড় দুঃসংবাদ নাইট শিবিরের জন্য, এবার প্রথম একাদশ থেকে ছিটকে গেল কোন ক্রিকেটার?

Big bad news for the night camp, which cricketer was dropped from the first eleven?

The Truth Of Bengal :  এই ম্যাচে কেকেআর জয় নিয়ে আইপিএলের প্লে-অফে যাওয়ার সুযোগ আরো মজবুত করবে। কলকাতার দুটো জয় প্রয়োজন প্রথম চারে নিজেদের নিশ্চিত করতে। এরই মধ্যে বড় দুঃসংবাদ নাইট শিবিরের জন্য। জুনে টি২০ বিশ্বকাপের জন্য ইংল্যান্ড দলে সুযোগ পেয়েছেন ফিল সল্ট। ইংল্যান্ড বোর্ড ইতিমধ্যেই তাঁদের তরফ থেকে বিবৃতিতে জানিয়েছে মে মাসের শেষের দিকে নির্বাচিত হওয়া ক্রিকেটারদের দলে যোগ দিতে হবে। কলকাতা যদি প্লে-অফের জন্য কোয়ালিফাই করে যায় তাহলে ফিল সল্ট-কে পাবে না৷ এই মরশুমে নারিনের সাথে জুটি বেঁধে পাওয়ার-প্লে’তে যথেষ্ট সাফল্য এনে দিয়েছে। তাঁকে প্লে-অফে না পাওয়া গেলে বড় ধাক্কা পেতে হবে নাইট শিবিরকে।

এই মরশুমে ফিল সল্ট ৯ ম্যাচে ৩৯২ রান করেছেন। যার মধ্যে ৪টি অর্ধ-শতরান আছে। লখনউ সুপার জায়েন্টের বিরুদ্ধে তিনি একা হাতেই ম্যাচ জিতিয়ে ছিলেন। অপরাজিত ৮৯রান করেন তিনি। তাঁর দলে না থাকাটা বিশাল বড় ধাক্কা হতে পারে নাইটদের জন্য।

এই মরশুমে রাজস্থানের হয়ে খেলা জশ বাটলার-কেও ইংল্যান্ড জাতীয় দলের শিবিরে যোগ দিতে হবে। তিনিও এই মরশুমে খুব ভালো ছন্দে রয়েছেন। প্রায় প্লে-অফ নিশ্চিত করে ফেলা রাজস্থানের জন্যেও দুসংবাদ।

Related Articles