রাজ্যের খবর
Trending

বড় খবর : মালদায় নির্বাচনের আগেই ফের আরেক বিজেপি নেতার কাছ থেকে উদ্ধার হল বিপুল পরিমান টাকা

A huge amount of money was recovered from another BJP leader before the election in Malda

The Truth Of Bengal : চলতি লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় কড়া নজরদারি চালানো হচ্ছে। নির্বাচনের আগে বহু জায়গা থেকেই টাকা উদ্ধারের মত ঘটনা দেখা যাচ্ছে। তেমনই আবার একবার বিশাল পরিমাণ টাকা উদ্ধার হল মালদার সামসি রতুয়া থেকে। আগামী ৭ মে হতে চলেছে লোকসভা নির্বাচনের তৃতীয় দফা। ওই দফাতেই ভোট রয়েছে মালদায়। এবার তার আগেই মালদার একজন বিজেপি লিডারকে হাতেনাতে ধরলো পুলিশ। ওই বিজেপি নেতার কাছ থেকে উদ্ধার হয়েছে ১.৯৫ কোটি টাকা। এই নিয়েই রীতিমতো সরব হয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয় তারা নিজেদের এক্স হ্যান্ডেল থেকেও সম্পূর্ণ বিষয়টি তুলে ধরেছে।

Related Articles