IPL 2024খেলা

চেন্নাইয়ের মাটিতেই পরাস্ত চেন্নাই। শেষ চারের মধ্যে এখন পঞ্জাব

Chennai was defeated on the soil of Chennai. Punjab is now among the last four

The Truth Of Bengal : চেন্নাইয়ের মাটিতে চেন্নাই কে হারিয়েই সহজ জয় ছিনিয়ে নিল পঞ্জাব সুপার কিংস। মাত্র 3 উইকেট হারিয়ে ১৭ ওভার পাঁচ বলেই জয়ী হল পঞ্জাব। এই নিয়ে পরপর দুটি বড় ম্যাচ জিতল পাঞ্জাব।

১৬৩ রানের টার্গেট পেয়ে এক দুর্দান্ত মেজাজে মাঠে নামে পঞ্জাবের ব্যাটসম্যানরা। ওপেনার জনি বেয়ারস্টো এদিন দেখা যায় এক অন্যরূপে। সাতটি চার ও একটি ছক্কা হাগানোর পর তার ঝুলিতে আসে ৪৬ রান। এরপর দলকে ধীরে ধীরে জয়ের দিকে টেনে নিয়ে যেতে থাকে শশাঙ্ক সিংহ এবং শ্যাম কারেন।

তবে অপরদিকে টসে হেরে প্রথম ব্যাট করতে নামা চেন্নাই দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনী দেখায় রুতুরাজ গায়কোয়াড় এবং অজিঙ্ক রাহানে। তবে অনবদ্য ব্যাটিং করেও পাঞ্জাবের দুর্ধর্ষ বো বোলিং টিমের কাছে মাত্র একশ৬২ রানে পরাজিত হতে হয় চেন্নাইকে। পরপর দুটি মেয়াদ জেতার পর পাঞ্জাবের খাতা এখন মোট পয়েন্ট এর সংখ্যা এখন ৮।

Related Articles