রাজ্যের খবর

তীব্র তাপপ্রবাহে পুড়ছে পশ্চিমবঙ্গ, আরামবাগের তাপমাত্রা ছাড়াল ৪৫ ডিগ্রি

West Bengal is burning in severe heat wave, the temperature of Arambagh reached 45 degrees

The Truth Of Bengal : সৌভিক গোস্বামী : আরামবাগ :  দিন দিন যতই বাড়ছে তাপমাত্রা, তাপপ্রবাহের জেরে হাসফাঁস করছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন পশুপাখি। গত বছরের তুলনায় এবছর তাপমাত্রা অনেকটাই বেশি।

এখনই তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি ছুঁই ছুঁই। সকালের দিকে বাজারে লোকজন দেখা গেলেও, বেলা বাড়ার সাথে সাথে বাজারে মানুষের সংখ্যাও কমছে। কবে একটু বৃষ্টি হবে? আবহাওয়া কবে একটু পাল্টাবে সেই আসায় রয়েছেন সাধারণ মানুষ সহ জীবজন্তুরা।

Related Articles