লোকসভা ভোটের আগে কেন গ্রেফতার, ইডিকে কড়া প্রশ্ন সুপ্রিমকোর্টের
Why the arrest before the Lok Sabha polls, the Supreme Court questions the ED

The Truth of Bengal : আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন অরবিন্দ কেজরিওয়াল। ২১মার্চ দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি।তারপর তাঁর মুক্তির জন্য দিল্লি হাইকোর্টে মামলা করে তাঁর পরিবার।আমআদমি পার্টি এই গ্রেফতারির পিছনে বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্রের হাত রয়েছে বলে সোচ্চার হন।তারমাঝে আদালতে চলে আইনি লড়াই।হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর কেজরিওয়ালের পক্ষে মামলা করা হয় শীর্ষ আদালতে।সুপ্রিমকোর্টে মঙ্গলবার এই মামলার শুনানি হয়।সেই মামলায় সুপ্রিমকোর্ট প্রশ্ন তুলেছে,লোকসভা ভোট শুরু হওয়ার আগেই কেন কেজরিওয়ালকে গ্রেফতার করা হল ? মামলার শুনানিতে বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ ভোটের আগে গ্রেফতারির সময় বেছে নেওয়ায় ইডির কাছে জানতে চান। তিনি বলেন, নির্দিষ্ট বিচারপ্রক্রিয়া ছাড়াই কি ফৌজদারি প্রক্রিয়া চালানো যায় ? এই বিষয়টিও ইডির কাছে জানতে চেয়েছে শীর্ষ আদালত। তিনি মন্তব্য করেন,জীবন-স্বাধীনতা অনেক গুরুত্বপূর্ণ।শুক্রবারের মধ্যে এই মামলার যাবতীয় প্রশ্নের উত্তর সর্বোচ্চ আদালতকে জানাতে হবে ইডিকে।