Lok Sabha Election 2024 : রেখা ও অভিজিৎ সহ ৬ বিজেপি প্রার্থীকে কেন্দ্রীয় নিরাপত্তা
Lok Sabha Election 2024 : Central security for 6 BJP candidates including Rekha and Abhijeet

The Truth Of Bengal : চলছে লোকসভা নির্বাচন। এই অবস্থায় একদিকে যখন নির্বাচনী প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলের নেতারা অন্যদিকে ঠিক তখনই নির্বাচনের মাঝে নিরাপত্তা বাড়ানো হল অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রেখা পাত্রসহ আরও ৬ জন বিজেপি প্রার্থীর। কেন্দ্রীয় নিরাপত্তার পাবেন এই বিজেপি প্রার্থীরা। এই প্রার্থী তালিকায় রয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বসিরহাটের রেখা পাত্র, রায়গঞ্জের কার্তিক পাল, বহরমপুরের নির্মল সাহা, ঝারগ্রাম এর প্রণত টুডু, মথুরাপুরের অশোক পুরকাইত ও জয়নগরের অশোক কান্ডারী।
রেখা পাত্র-সহ ৬ বিজেপি প্রার্থীর কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল। তৃণমূলের এক বর্ষীয়ান নেতার কথায়, আগামী ৪-মে’র পর থাকবে না কেন্দ্রের বিজেপি সরকার। সেই বিদায়ী সরকারের দেওয়া আবার কীসের নিরাপত্তা। আসলে ভোটে হার বুঝে দলের প্রার্থীদের নিরাপত্তা দিচ্ছে কেন্দ্র। একটু নজর কাড়তে বা মানুষের মধ্যে প্রভাব বিস্তার করার জন্য কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে বিজেপি প্রার্থীদের। তবে বিজেপির সেই চেষ্টা সফল হবে না বলে দাবি করেছেন ওই তৃণমূল নেতা।
রাজ্য বিজেপির তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে আবেদন নিরাপত্তা দেওয়ার আবেদন জানানো হয়। প্রথম দু’দফা ভোটের পর অবশেষে সেই নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক। জানা যাচ্ছে, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে দেওয়া হচ্ছে এক্স-ক্যাটাগরির নিরাপত্তা। তাঁর নিরাপত্তায় মোতায়েন থাকবে সিআইএসএফ জওয়ানরা। বাকিদের ক্ষেত্রেও নিরাপত্তায় থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।