Lok Sabha Election 2024 : ভোট দানে উৎসাহিত করতে এবার উদ্যোগী কলকাতার এসি ট্রাম, কীভাবে জানুন
Lok Sabha Election 2024 : Kolkata's AC trams are now keen to encourage voting, know how

The Truth Of Bengal : জাতীয় ভোট দানের গড় এর থেকে কলকাতা উত্তর অনেক পিছিয়ে । কলকাতা উত্তরের ভোটারদের ভোট দানের জন্য উৎসাহিত করার জন্য কলকাতা উত্তর নির্বাচনী আধিকারিকের দফতর থেকে “ELECTION TRAM CAR” একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়। কলকাতার ঐতিহ্য একটি AC ট্রাম কে সাজিয়ে কলকাতা উত্তর কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে ঘোরানো হবে এবং ভোটদানের জন্য উৎসাহিত করা হবে ভোট দাতাদের ।
আজ ২৯ তারিখ এই ট্রামের উদ্বোধন করা হলো। আগামীকাল থেকে ৫ মে পর্যন্ত সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এবং বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এসপ্ল্যানেড থেকে শ্যামবাজার পর্যন্ত এবং আবার শ্যামবাজার থেকে এসপ্ল্যানেড পর্যন্ত চলবে এই ট্রাম। ভিতরে থাকবে ডামি ভোটিং মেশিন। এই বিশেষ ট্রামে উঠতে কোনো টিকিট কাটতে হবে না যাত্রীদের। ৩০ এপ্রিল থেকে ৫-ই মে পর্যন্ত এই ট্রাম চালানো হবে। এই বিশেষ ট্রামে ভ্রমণ করবেন তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা প্রদান করা হবে। শুধুমাত্র এই ট্রাম কলকাতা উত্তরের বিভিন্ন এলাকায় ঘুরবে তাই নয় , তার সঙ্গে একাধিক অনুষ্ঠানের ও ব্যবস্থা করা হয়েছে প্রতিদিন ।
ট্রাম উদ্বোধনে উপস্থিত আছেন :- সিইও আরিজ আফতাব, কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল, সিইও দফতরের অ্যাডিশনাল সিইও অরিন্দম নিয়োগী ও বিজিত কুমার ধর, কলকাতা পুলিশের অ্যাডিশনাল পুলিশ কমিশনার (I) মুরলিধর শর্মা, ট্রাসপোর্ট বিভাগের সেক্রেটারি ডঃ সৌমিত্র মোহন (IAS), কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিসি ইন্দিরা মুখার্জি।।