রাজ্যের খবর

Lok Sabha Election 2024 :  হুগলি জেলা শাসকের কাছে মনোনয়ন জমা দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়

Lok Sabha Election 2024: Rachna Banerjee Submits Nomination to Hooghly District Collector

The Truth Of Bengal : হুগলি ,রাকেশ চক্রবর্তী : হুগলি জেলা শাসকের কাছে মনোনয়ন জমা দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। খাদিনা মোর থেকে শোভাযাত্রা সহকারে তৃনমূল প্রার্থী চুঁচুড়া ঘড়ির মোরে পৌঁছান। সেখান থেকে মনোনয়ন জমা দিতে যান।সঙ্গে ছিলেন মন্ত্রী বেচারাম মান্না,বিধায়ক তপন দাশগুপ্ত,অসীমা পাত্র ও অসিত মজুমদার।
জেলা শাসক মুক্তা আর্যর কাছে মনোনয়ন জমা দেন রচনা।

অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন অমিতেন্দু পালের কাছে মনোনয়ন জমা দেন মিতালী বাগ।চুঁচুড়া বাস স্ট্যান্ড থেকে মিছিল করে মনোনয়ন জমা করতে যান আারামবাগের তৃনমূল প্রার্থী মিতালী বাগ।তার সঙ্গে ছিলেন বিধায়ক রামেন্দু সিংহ রায়,করবী মান্না।

অতিরিক্ত জেলা শাসক(ভুমি ও ভুমি রাজস্ব) কুহুক ভূষনের কাছে মনোনয়ন জমা দেন শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শংকর বোস।উত্তরপারা থেকে শোভাযাত্রা সহকারে বিজেপি প্রার্থীর মনোনয়নে হাজির ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা।

Related Articles